আমি ভাবছি সেই রেস্টুরেন্ট ব্যবসায়ীর কথা, যে দুইটা পিজা বিক্রি করে ১০ হাজার বিটকয়েন পেয়েছিল। আসলে যে লোকটা ডেলিভারি দিতে এসেছিল। সেই লোকটা কি কিছু বিটকয়েন সরিয়ে রেখেছিল নাকি সম্পূর্ণটাই রেস্টুরেন্টের মালিককে প্রোভাইড করেছিল। রেস্টুরেন্টের মালিক সবগুলো বিটকয়েন যদি হোল্ড করে রাখত তাহলে সে আজ কয়েক বিলিয়ন সম্পত্তির মালিক হতো অথবা সে যদি সবগুলো বিটকরেন মার্কেটে রিলিজ করে দিয়ে থাকে তাহলে সে হয়তো এখন নিজের হাত দিয়ে নিজের কপাল চাপড়াচ্ছে। রেস্টুরেন্টের মালিকের জন্য আমার সত্যিই বড় আফসোস হচ্ছে। আসলে কারো কি জানা আছে যে, ওই ১০ হাজার বিটকয়েন সে মার্কেটে রিলিজ করে দিয়েছিল নাকি সে ওই ১০ হাজার বিটকয়েন হোল করে রেখেছিল?
পিজা বিক্রেতা জারকসলাসজেলোর কাছে যে ব্যক্তি পিজা বিক্রি করেছিলেন তার নাম জেরেমি (জারকস)। জারকস কোন পিজার দোকানদার ছিলেন না। তিনি মুলত দোকান থেকে ক্রয় করে লাসজেলোর জন্য পাঠিয়েছিলেন। এক সাক্ষাৎকারে জারকস বলেন, “বিটকয়েন যেহেতু একটা কারেন্সি, এইটা খরচ করতেই হবে। আমি ওই বিটকয়েনগুলো ৪০০ ডলারে বিক্রি করেছিলাম, প্রায় আমার পিজা বিক্রির দাম থেকে ১০ গুন। কারেন্সি ট্রেড করে ১০ গুন পাওয়া অনেক বেশি।”
নিউজ টি কয়েন আলাপ থেকে নেওয়া হয়েছে।