Edited Out
আপনি দয়া করে এরকম ট্রান্সলেট করে সোর্স ছাড়া পোষ্ট করা বন্ধ করেন। কথা বললে তো কেউ শোনেন না। হঠাৎ করে ব্যান খেয়ে বসে থাকবেন। তারপর আবার নতুন একাউন্ট করে আসবেন। গত দুইদিন আগেই Lucky Star তার একাউন্ট টি ব্যান খাইলো। আপনি এর আগেও এরকম একটা ট্রান্সলেট করা নিউজ পোষ্ট করেছেন কোনো প্রকার সোর্স ছাড়া। আবার গুগল ড্রাইভের ফাইল লিংক শেয়ার করছেন কোনো কিছু লেখা ছাড়াই। এটা কিসের ফাইল, কেনো শেয়ার করলেন কোনো কিছুই লেখেন নাই। এখন দেখলাম একসেস ও দেয়া নাই। কেউ চাইলেই দেখতে পারবে না যে এটা কি। একদিক দিয়ে ভালোই হয়েছে অবশ্য। দয়া করে ফোরামের রুলস গুলো পড়ে আসবেন আর আশা করি রুলস মেনে পোষ্ট করবেন।