কাট
ধুর ভাই বিষয়গুলো বুঝেন না কেন? আপনি কি পোস্ট দেওয়ার আগে পূর্ববর্তী পোস্টগুলো ভালোভাবে পড়েন না? পড়লে হয়তো এরকম ট্রান্সলেশন মার্কা পোস্ট করতে পারতেন না। @Learn Bitcoin ভাই আপনাকে দুই এক পোস্ট আগেও আপনাকে নিয়ে সতর্কতামূলক পোস্ট করেছেন অথচ আপনি সেটা খেয়াল না করে পুনরায় ট্রান্সলেশন করে পোস্ট করে ফেলেছেন।
ভাই আপনাকে আমি একটা কথা বলি, এই ফোরামটা কতদিন চলবে সেটা আমি আপনি কেউ বলতে পারি না। তবে বিটকয়েনের যে আকাশচুম্বী জনপ্রিয়তা বেড়েছে সেটা সবাই আন্দাজ করতে পারেন। আমি আপনি এই বিটকয়েন ফোরামে না থাকলেও যুগ যুগ ধরে এই ফোরাম চলবে বলে মনে করি কিন্তু পৃথিবীর সবাই আলাদা লোকাল পেলেও আমার মনে হয় বাংলাদেশ আলাদা লোকাল পাবে না। কেননা আমার দেখা ডজনখানেক অ্যাকাউন্ট শুধুমাত্র কপি পোস্ট, সোর্স ছাড়া পোস্ট, অন্যের information বিশেষ করে কোন কনটেস্টে অন্যের নমুনা চুরি করে পোস্ট ইত্যাদি কারণে অনেক অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে গেছে। এসব অনৈতিক কর্মকান্ড গ্লোবালের সবাই খেয়াল করে এবং তারা মার্ক করে রাখে । আমরা যদি পরবর্তীতে আলাদা পিটিশন থ্রেড তৈরি করি সেখানে তারা এই সমস্ত ভুলগুলো তুলে ধরবে তাহলে কি আমরা বাংলাদেশকে আলাদা লোকাল বোর্ড হিসাবে পাওয়ার চিন্তাভাবনা করতে পারব?
আমি তো এই লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে মাত্র ৩-৪ মাস ধরে একটিভ কিন্তু অনেক বছর ধরে যারা এই বাংলা লোকালকে নিজের সন্তানের মত করে লালন পালন করে আসছে বিশেষ করে কয়েকজনকে নাম উল্লেখ করলেই নয় (BitcoinDream,Little Mouse, Review Master, Shasan, Crypto Library) এদেরকে জিজ্ঞাসা করলে বিষয়গুলো স্পষ্টভাবে ফুটে উঠবে। একটা কমিউনিটিকে কতটুকু যত্ন করলে বড় বানানো যায়। আমি একটি পোস্টে ২০১৪-১৫-১৬ সালে বাংলা কমিউনিটিতে মোট পোস্ট হয়েছিল খুবই নগণ্য কিন্তু পরবর্তীতে জানতে পারি ওই সময়ে হাজার হাজার পোস্ট হয়েছিল কিন্তু ভালো কনস্ট্রাক্টিভ পোস্ট না হওয়ায় BitcoinDream ভাই সেগুলো কি ডিলিট করতে বাধ্য হয়েছে। আপনারা ভালোভাবে প্রথম পোস্ট টি পড়তে পারেন এবং সেখানে দেখতে পাবেন বাংলাদেশের জন্য আলাদা লোকাল বোর্ড চেয়ে এটি অ্যাপ্লিকেশন করা আছে এবং সেখানে কয়েকটি কমেন্ট ভালোভাবে করতে পারেন দেখবেন তারা সবাই এক লাইন পোস্টের জন্য আমাদের বাংলা লোকাল থ্রেডকে অনেক নিন্দা জানিয়ে এবং বিরোধিতা করেছে। কিসের জন্য বিরোধিতা করেছেন সেটা সকলেই স্পষ্ট দেখতে পাবেন।
বেশ কিছুদিন আগে এই সকল বিষয় নিয়ে Little Mouse ভাই একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়েছে যে আমাদের বাংলাদেশকে আলাদা লোকাল বোর্ড হিসাবে পাওয়ার জন্য আমাদের বেশ কিছু উচ্চতর রেংক এর মেম্বার প্রয়োজন। এজন্য বেশ কয়েকজন ফুল মেম্বার ইতিমধ্যে (Learn Bitcoin, Bitcoin People) এবং কয়েকজন মেম্বার পদমর্যাদা ( Suzume, roksana.hee) পেয়ে গেছেন। কয়েকজন ফুল মেম্বার পদমর্যাদা অর্জন করার পথে (Mr.Corol, Dimitri94, Musafar)। এই লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেড আগের মত নেই, এখানকার ইউজাররা গ্লোবাল সেকশন থেকে মেরিট অর্জন করে বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ লোকালে থ্রেডের ইউজারদের মধ্যে বিতরণ করে দেয়।
এখানকার কয়েকজন ইউজারদের মেরির সেন্ট অপশনে গিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করলে বিষয়টি ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন।
Little Mouse, Shasan, Crypto Library, LDL, Learn Bitcoin ,NicNacCoin, Bitcoin _People , Review Master, Mustafar,এই সমস্ত ইউজারদের মেরিট সেন্ট অপশনে গিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখুন।
এত সকল প্রচেষ্টা কিসের জন্য, উওর একটাই আসবে শুধুমাত্র বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডেকে বিটকয়েন ফোরামের বুকে একটি আলাদা স্থান দেওয়ার জন্য। বাংলাদেশের মানুষকে এই ফোরামের বুকে আলাদা ভাবে পরিচয় করিয়ে দেওয়ার জন্য।
ছোট্ট একটি বিষয় তুলে ধরে এই লেখাটি শেষ করব। বেশ কয়েকদিন আগে সম্ভবত মার্চ মাসে লোকাল বোর্ডের লোকাল বোর্ডের পোস্ট সংখ্যা ,এক্টিভিটি সংখ্যা, মেরিট আদান-প্রদান নিয়ে (Rikafik) একটা পোস্ট দিয়েছিলেন সেখানে একমাত্র বাংলাদেশের নাম ছিল না। এটা বাংলাদেশ লোকালের ল্যাঙ্গুয়েজ থ্রেডের কেউ খেয়াল না করলেও একমাত্র Little Mouse ভাই দেখলাম লেখালেখি করেছে এবং বাংলাদেশ না থাকার কারণ জানতে চেয়েছিলেন। এখানে যদি আরো একাধিক ইউজাররা লেখালেখি করত তাহলে এমন ভুলটি আর পরবর্তীতে করতে পারত না। তাই আপাতত লিটল মাউসের সাপোর্টার হিসেবে বেশ কয়েকটি উচ্চতার রেংকের ইউজার প্রয়োজন।
এত সকল কথা বলার জন্য আপাতত ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু নতুনে যারা এখানে পোস্ট করবেন তাদের জন্য এই লেখাটি অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করছি।