আমি বিটকয়েন মাইনিং নিয়ে একটি বিষয় পরিস্কার হতে চায়। সেটি হল যে আমরা প্রতি ট্রানজেকশনে একটি ফি দিয়ে থাকি যা মাইনারা পেয়ে থাকে। যখন বিটকয়েনের টোটাল সাপ্লাই যুক্ত হবে অর্থাৎ ২১ মিলিয়ন হওয়ার পর তখন আর মাইনাররা মাইনিং করতে পারবে না। তাহলে বিটকয়েনের গানিতিক সমস্যা গুলোর সমাধান কারা করবে বা কিভাবে হবে?
আপনাকে আগে মাইনিং জিনিসটা সম্পর্কে ক্লিয়ার হতে হবে। মাইনিং হল নতুন ব্লক সৃষ্টির প্রক্রিয়া। এইখানে একটু ভালো করে খেয়াল করুন। নতুন ব্লক সৃষ্টির প্রক্রিয়া, নতুন কয়েন সৃষ্টির প্রক্রিয়া বলাটা ভুল হবে। মাইনাররা অনেকগুলো ট্রাঞ্জেকশন একসাথে করে নতুন ব্লক খুজে পাওয়ার চেষ্টা করে। এখন কথা হচ্ছে কেউ অযথা এই কাজটি কেন করবে? এর জন্যেই রাখা হয়েছে প্রতিটা ব্লকে রিওয়ার্ড। মানে ব্লক রিওয়ার্ড। কিন্তু যখন ২১ মিলিয়ন বিটকয়েন সাপ্লাইয়ে যোগ হবে, তখন কি হবে? তখন কেউ ব্লক খুজে পাওয়ার জন্য ব্লক রিওয়ার্ড পাবে না। তাহলে কেন তারা মাইনিং করবে? এইখানে আমি দুইটা অপশন রাখতে চাই, একান্ত ব্যক্তিগত যদিও অনেকেই এইটা আগেও বলেছেন। আমি প্রথম বলছি এইরকম না।
যখন মাইনাররা ব্লক রিওয়ার্ড পাবে না তখন তারা শুধুই ট্রাঞ্জেকশন ফি পাবে যদি মাইনিং করে। সেক্ষেত্রে, একটি ব্লক খুজে পেতে তাদের যে পরিমাণ খরচ হবে, আর তারা যে ট্রাঞ্জেকশন ফি পাবে সেটা যদি খরচের চেয়ে বেশি না হয় তাহলে বিটকয়েন ব্লকচেইন ব্যর্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
অথবা, ব্যাপারটা এমন হবে যে বিটকয়েন এর দাম তখন এত বেশি থাকবে যে শুধুমাত্র ট্রাঞ্জেকশন ফি দিয়েই তারা লাভবান থাকবে।
যাই হোক, আমরা জানি আমরা আরো ১১৫ বছর পরের কথা বলতেছি। এর মাঝে আরো অনেক কিছুই ঘটতে পারে।