Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Mr.corol
on 05/05/2023, 15:41:43 UTC
.
কি একটা ব্যাপার দেখেন তো। এখন ফোরাম মোডারেটর রা এসেও আমাদের থ্রেড এর মেম্বারদের কে ওয়ার্নিং দিয়ে যায়। ব্যাপার টা নিশ্চই আমাদের থ্রেড এর মেম্বারদের গৌরবের। তাই না? কি বলেন Bnl248 ভাই? আমরা লোকাল রা অনেকেই কপি পেষ্ট দেখে বা সোর্স ছাড়া নিউজ দেখে রিপোর্ট করি না একটা কারনে, সেটা হলো আমরা চাই না লোকাল কেউ ব্যান খেয়ে যাক। তবে, কথা না শুনে কেউ যদি ব্যান খেয়ে যায়, তখন আমাদের আর কি করার থাকবে বলেন?
Bnl248 নিয়ে কত পোস্ট করা হচ্ছে , অথচ তিনি কোন ধরনের রিপ্লে দিয়ে সরি বা ভুল করেছেন, ক্ষমা চেয়ে কোন ধরনের পোস্ট করলেন না। ওই পোস্টগুলি ডিলেটও দিলেন না বা কোন ধরনের সোর্স লিংক যুক্ত করে দিলেন না। তিনি শুধু শুধু বাংলা লোকাল থ্রেডের দুর্নাম ছড়াতে এসেছেন। তার প্রোফাইলে গিয়ে পোস্টগুলি দেখলাম হয়তো তাকে খুব শীঘ্রই চান্দের দেশের টিকিট ধরিয়ে দিবেন।
@LDL ভাই @Learn Bitcoin আপনারা দুজনে তাকে সতর্ক করেছিলেন কিন্তু সে কানেই নিল না। যাইহোক তিনি ভুল শুধরে নিলেন না তার ব্যান খাওয়াই উচিত। তাকে আর নিষেধ করে লাভ নেই পরবর্তীতে কোন সোর্স থেকে কপি করে বা ট্রান্সলেট করে পোস্ট করলে‌ সোর্স লিংক যুক্ত করে না দিলে সাথে সাথে সবাই মিলে রিপোর্ট মেরে দেবো।‌ কেননা তার কারণে বাংলা লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডের ক্ষতি হোক তা আমরা চাই না।