Post
Topic
Board Other languages/locations
Re: "হাউস অফ নাকামোতো” বিটকয়েনের একটি দোকান
by
Learn Bitcoin
on 07/05/2023, 14:00:28 UTC
আর আমাদের আছে বিটকয়েন ক্যাফে যদিও সেখানে বিটকয়েন গ্রহণ করা হয় না। আমি একবার খেতে গিয়ে জিজ্ঞেস করেছিলাম বিটকয়েনে পেমেন্ট নিবে কি না। উনি বলল না  Cheesy
https://www.facebook.com/thebitcoincafepanthopath/



ইনটারেষ্টিং! এই বিটকয়েন ক্যাফে নিয়ে একটু ঘাটাঘাটি করলাম। আমি কিন্তু জানতাম না এটা কোন যায়গার। আমি াাপনার কাছে প্রশ্ন করতে যেতাম, তখন ভাবলাম একটু সার্চ করে দেখি। তাদের সম্ভবত বেশ কয়েকটা ব্রাঞ্চ আছে। এর মধ্যে পান্থপথ এবং মিরপুর ১ নাম্বারের ব্রাঞ্চ সবচাইতে জনপ্রিয়তা পেয়েছে। তাছাড়া ইউটিউবেও তাদের ক্যাফের কিছু রিভিউ ভিডিও আছে। আমি তো ভাবতেছি এরা এতোদিন ধরে কই লুকিয়ে ছিলো? একবারো কেনো তাদের ক্যাফের নাম শোনলাম না? তাদের ফেসবুক পেইজে দেখলাম ২০২১ সালের পর থেকে আর কোনো পোষ্ট নেই। আপনি কি শিওর তাদের ব্রাঞ্চ গুলো এখনো চালু আছে? বাংলাদেশে তো বিটকয়েনের নাম শুনলো পশ্চাতেদেশে চুলকানি শুরু হয়ে যায়।

krogothmanhattan আবারো একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন

ভাই ওনাকে নিয়ে একটা প্রশ্ন আছে। উনি সব সময় ফ্রি রাফেল দিয়ে থাকেন। আসলে এত করে ওনার লাভ কি? একটা মানুষ এতাদিন ধরে কিভাবে এটা কন্টিনিউ করে যাচ্ছে? উনি এতা কিছু কালেক্ট করেন কিভাবে?