Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: "হাউস অফ নাকামোতো” বিটকয়েনের একটি দোকান
by
Negotiation
on 08/05/2023, 07:53:35 UTC
⭐ Merited by Little Mouse (1)
“হাউস অফ নাকামোতো” বিটকয়েনের একটি দোকান
আর আমাদের আছে বিটকয়েন ক্যাফে যদিও সেখানে বিটকয়েন গ্রহণ করা হয় না। আমি একবার খেতে গিয়ে জিজ্ঞেস করেছিলাম বিটকয়েনে পেমেন্ট নিবে কি না। উনি বলল না  Cheesy
https://www.facebook.com/thebitcoincafepanthopath/



আমি এমন অনেক কেই জানি যারা এখন বিটকয়েন দিয়ে সবথেকে বেশি লেনদেন করে থাকে কিন্ত নিরাপত্তার জন্যে তারা মুখে শিকার করেনা, ফ্রিল্যান্সিং এর সাথে যারা যুক্ত বাংলাদেশে পেমেন্ট মেথড সীমিত হবার কারণে অনেকই এখন বিটকয়েন এর মাধ্যমে লেনদেন করে, ৩-৪ মাস আগে একটা সেমিনারে অংশ গ্রহণ করেছিলাম সেখানে বাংলাদেশ ব্যাংক এর অনেক কর্মকর্তা উপস্থিত ছিলেন, তারা সবাই বলছিলেন যে তারা বিটকয়েন নিয়ে কাজ করছে, আর খুব দ্রুত তারা অন্য কোন দেশ যেখানে বিটকয়েন বৈধ তাদের থেকে সুরক্ষা ব্যবস্থা নিয়ে এবং তাদের সাথে চুক্তির মাধ্যমে বিটকয়েন কে বৈধতা কীভাবে দেয়া যায় তা নিয়ে তারা কাজ করছে ।

অনেকেই প্রশ্ন করেছিলেন যে তাহলে কেমন সময় লাগতে পারে বিটকয়েন কে বৈধতা দিতে , তখন একজন কর্মকর্তা বলেছিলেন আগামী ১-২ বছরের মধ্যে হয়তো আমাদের কার্যক্রম সম্পুর্ন করতে সক্ষম হবো ।  

আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে আলোচনা হচ্ছে , খুব দ্রুত এটার বৈধতা দেয়া হতে পারে ।