Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Bd officer
on 08/05/2023, 11:32:19 UTC
মজার ঘটনা: হাঙ্গেরি #বিটকয়েন নির্মাতা সাতোশি নাকামোতোর সম্মানে একটি মূর্তি তৈরি করেছে 🇭🇺
https://i.postimg.cc/T1h86dsV/IMG-20230507-205737.jpg
সত্যিই ভাই আপনি একটি মজার ঘটনা শেয়ার করেছেন, কিন্তু ভাই আপনি এটা বিটকয়েন ম্যাগাজিন টুইটার পেজ থেকে বাংলা ট্রান্সলেট করে পোস্ট করেছেন। পোস্টটি করেছেন কোন প্রকার লিঙ্ক যুক্ত করে দেন নাই। মেবি দুদিন আগে একটি পোস্ট দেখলাম, মডারেটর তিনি নিজে এসেও কপি পেস্ট করার কারণে নিষেধ করে দিয়ে যাচ্ছেন। কেন ভাই আপনি কি ফরমের রুলস গুলি ভালোভাবে পড়েন নি। এ ধরনের ভুল করার কারণে আপনার একাউন্ট ব্যান্ড হয়ে যেতে পারে। আর শুধু শুধু এরকম কপি পেস্ট করে বাংলা ফরমের ক্ষতি করছেন। তাই আগে থেকে সতর্ক হয়ে যান এধরনের কপি-পেস্ট করা থেকে বিরত থাকবেন।
আপনার ঐ পোষ্টের অরিজিনাল লিংক.
বিশেষ দ্রষ্টব্যঃ আমি পরপর দুটি পোস্ট করে একটি নিয়ম ভঙ্গ করার কারণে সকলের কাছে ক্ষমা চাচ্ছি।