Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Learn Bitcoin
on 08/05/2023, 16:11:37 UTC
আমার মনে হয় উনার মতন যারা আরও ফ্রী  রাফেল  দিয়ে থাকে তাদের নিজেদের আলাদা কোন বড়  আর্নিং সেক্টর রয়েছে,  পাশাপাশি ফ্রী  রাফেল  দেওয়ার লাভ হিসেবে আমি একটা জিনিসই মনে করি যে  রেপ্রুটেশন গেইন করা  পাশাপাশি ফোরামে নিজের নামের একটা ফ্রি বিজ্ঞাপন হয়ে যাবে ।  এই যেমন ধরুন আপনি ওনার সম্পর্কে জানতে চাচ্ছেন  আর শাসন ভাই উনার পোস্ট কোড করে  আমাদের সামনে  নিয়ে এসেছে,  সবকিছুতে তো তারই নামের বিজ্ঞাপন হয়ে গেল
হতে পারে উনি ওনাকেই একটা ব্রান্ড হিসাবে তৈরি করছেন। ওনার অবশ্যই বাইরে ইনকাম আছে। ফোরামে যারা আছেন সবারই মনে হয় বাইরে ইনকাম আছে প্রফেশনাল কয়েকজন বাদে। তবে শুধুমাত্র নাম কামানোর জন্য এতা লং টাইম ধরে রাফেল অরগানাইজ করা কিন্তু চাট্টিখানি কথা নয়। আমরা অনেকেই আছি প্রফিট হবে জেনেও অনেক কাজ ছেড়ে দেই কারন একটা সময় আমরা বোরিং ফিল করি আর কাজের প্রতি ইন্টারেষ্ট হারিয়ে ফেলি। আমি অনেক ইউটিউবার কে দেখেছি যারা অনেক কষ্ট করে অনেক দূর এসেও তাদের চ্যানেল এখন ফেলে রাখছে। কারণ কি? তারা আসলে ইন্টারেষ্ট হারিয়ে ফেলেছে।

টাকার দরকারে অনেকেই কাজ করে, আবার অনেকে টাকা ইনকাম হবে জেনেও কাজ করে না। সুতরাং একটা কাজের প্রতি ইন্টারেষ্ট ধরে রাখা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ফোরামের এমন অনেক মেম্বার আছে যারা ইনটারেষ্ট হারিয়ে ইনএকটিভ হয়ে গেছে। থেমোস কিভাবে হেড এডমিন হলো জানেন? তার নিজের কাছেই ষ্টোরি টা বোরিং লাগে। ফোরামের একজন গ্লোবাল মোড দরকার ছিলো, সে গ্লোবাল মোড হলো। তার পর আস্তে আস্তে ফোরামের এডমিন রা ইন্টারেষ্ট হারিয়ে ফেলে যার কারনে থেমোস এই পজিশন পেয়ে যায়!