তবে এটা সত্যি যে আমাদের মন্ত্রী পলক সাহেব বিটকয়েন নিয়ে অনেকবার অনেক যায়গাতে আলোচনা করেছেন, এবং আমরা অনেকেই হয়তো সেগুলো দেখেছি
পলক সাহেব আগে কিছু কাজ করার চেষ্টা করেছিলেন। তবে সেটা ২০২০ অথবা ২০২১ সালের দিকে। এর পর নতুন কোনো খবর শুনতে পাইনি। তিনি সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের অনেক প্রশ্নের জবাব দিয়েছিলেন। তখন উনি একটা কথা বলেছিলেন যেটা আমার সবচাইতে ভালো লেগেছিলো সেটা হলো, একটা কারেন্সি কে আপনি অবৈধ বলে ঘোষনা করতে পারেন না। সেটা দিয়ে কি অবৈধ কাজ হচ্ছে সেটা কন্ট্রোল করতে হবে। ভবিষ্যতে যদি বিটকয়েন নিয়ে বাংলাদেশ কিছু করে সেটা পলক সাহেবের হাত ধরে হলে অবাক হবো না। উনি বিটকয়েনের ব্যাপারে আগে থেকেই পজেটিভ। তবে সরকার মহলের অনেক যায়গা আছে যেখানে সবাইকে রাজি করানো সহজ ব্যাপার হবে না।
আমার মনে হয় যদিউ বিটকয়েন বৈধতা দেয় বাংলাদেশ তাহলে ট্যাক্স এবং ভ্যাট মিলিয়ে ২০% এর কম হবে বলে আমার মনে হয়না, কারন বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশে সবকিছুতেই ১৫% ট্যাক্স নেয় সরকার।
আবুল মাল আব্দুল মালেক সাহেবের কথা মনে আছে? উনি কিন্তু উদ্ভট কিছু যায়গায় ট্যাক্স বসানোর প্রস্তাব করেছিলেন। ওনাদের কাছে ৪ হাজার কোটি টাকা কিছুই না। কিছু কিছু লোক কিন্তু কি করবে তার কোনো আগা মাথা নেই! যদি ৩০% এর বেশি ট্যাক্স আরোপ করে দেয়, সেখানে আপনার কিছুই করার থাকবে না।
৫ বছর আগে ভিডিও বাবা প্রোডাকশন একটা প্যারোডি গান বানিয়েছিলো, হঠাৎ করে মনে পরে গেলো! সবাই আরেকবার হেসে আসতে পারেন!
https://www.youtube.com/watch?v=5TJqoxsoXc4