Post
Topic
Board Other languages/locations
Merits 2 from 2 users
Re: বাংলাদেশ (Bengali)
by
Little Mouse
on 11/05/2023, 17:42:40 UTC
⭐ Merited by tjtonmoy (1) ,Crypto Library (1)
আমার জানামতে প্রতি ২ সপ্তাহ পর পর ফি এডজাস্ট করা হয়। এক্ষেত্রে আপনাকে ১৪ দিন অপেক্ষা করতে হবে। কারন মিমপুল এ ৭২ ঘন্টা পর পর যে সকল ট্রানজেকশন এ লো ফি এড করা থকে তা সরিয়ে দেওয়া হয় বা ক্যান্সেল হয়ে যায়। এইভাবে মিমপুল কে স্ট্রেস মুক্ত করা হয়। যদিও এটি নির্দিষ্ট না তবে আর ১ সপ্তাহ পর হয়ত ফি লো হয়ে যাবে। অথবা যাদের ট্রানজেকশন ফেইলড হয়ে গেছে তারা হয়ত পুনরায় বেশি ফি দিয়ে নতুন ট্রানজেকশন ব্রডকাস্ট করবে। যার ফলে ফি এর পরিমান একই থাকতে পারে। তবে গতকাল এর তুলনায় যেখানে ৬২০ সাতোশি পার বাইট ফি প্রদান করতে হয়েছে হাই প্রাইওরিটি তে, সেখানে আজ তা ২৫৫ সাতোশি পার বাইট।
ধীরে ধীরে ফি কমে আসার সম্ভবনা আছে এবং Blockchair.com এর তথ্য অনুযায়ী পরের এডজাস্ট হইতে সময় বাকি ১ সপ্তাহ।
ফি এডজাস্ট এর কোন ব্যাপার নেই। ফি আমরা ব্যবহারকারীরা দিয়ে থাকি, যা ইচ্ছে তা দিয়ে থাকি। কম দিলে পেন্ডিং থাকে আর বেশি দিলে দ্রুত কনফার্ম হয় বা ব্লকে এড হয়। এডজাস্ট এর ব্যাপার থাকে যে ব্লক টাইমে (আসলে এইটার নাম ডিফিকাল্টি এডজাস্টমেন্ট)। আমরা জানি গড়ে প্রতি ১০ মিনিট পর পর নতুন ব্লক সৃষ্টি হয়। কখনো ৩০ মিনিট থেকে বেশি সময় লাগে একটা ব্লক খুজে পেতে, আবার কখনো ২ মিনিট পরেই নতুন ব্লক পাওয়া যায়। এইভাবে চললে গড় ১০ মিনিট থাকবে না তাই প্রতি ২০১৬ ব্লক পর পর ব্লক টাইম এডজাস্ট হয় যেন গড় ব্লক টাইম ১০ মিনিট থাকে।
ট্রাঞ্জেকশন ফি সকালে একরকম এবং বিকালে আর এক রকম হতে পারে। এইখানে যতক্ষণ বিটকয়েন ট্রাঞ্জেকশন এর পরিমাণ কমবে না, ততক্ষণ ফি কমবে না। বর্তমানে ১৬১ সাতোশি প্রতি বাইট ফি লাগলেও সকালেই ফি ছিল ৪৭/৪৮ সাতোশি প্রতি বাইট।