Post
Topic
Board Other languages/locations
Merits 2 from 2 users
Re: বাংলাদেশ (Bengali)
by
Learn Bitcoin
on 18/05/2023, 15:36:10 UTC
⭐ Merited by Dimitri94 (1) ,Bitcoin_people (1)
আমাদের বাংলাদেশ থ্রেড এ লেজার ন্যনো এক্স ইউজার আছেন নাকি? লেজার কি আপডেট নিয়ে আসছে এ ব্যাপারে সবাই জানেন আশা করি। এটা বর্তমানে একটা হট টপিক হয়ে দাড়িয়েছে। অনেকে তো লেজার বয়কট করা শুরু করে দিয়েছে। যেখানে আপনি একটা হার্ডওয়্যার ওয়ালেট কিনতেছেন নিজের সেফটির জন্য এবং সেটা আপনার নিজের কাষ্টডিতে থাকবে, সেখানে লেজার তাদের নতুন এমন একটা সার্ভিস নিয়ে আসতেছে যেখানে লেজার ইউজার রা তাদের সিক্রেট সিড ভুলে গেলেও আবার রিকোভার করতে পারবে যদি তারা এই সার্ভিস টা গ্রহন করে। এর জন্য তাদের ইউজার দের মাসে $9.99 ব্যায় করতে হবে। এখন আসল ব্যাপার হলো, তারা আরো দুইটা কাস্টডি কোম্পনীর সাথে কোলাব করতেছে যাদের নাম হলো কয়েনকভার এবং এসক্রোটেক। একজন ইউজারের সিক্রেট সিড ৩ ভাগে ভাগে ভাগ করে একটা লেজার নিজে রাখবে, বাকি দুইটা দুই কোম্পানীর কাছে থাকবে। আপাতত লেজার ন্যানো এক্স ইউজারদের এই সারভিস অফার করবে।

এখন ব্যাপার হলো, যে কোম্পানী থার্ড পার্টির কাছে সিড জমা রাখতে চাচ্ছে, তারা কিভাবে তাদের ওপর ভরসা করতে পারছে? তার চাইতে বড় প্রশ্ন হলো, লেজারের ইউজার রা এবার লেজার কে বিশ্বাস করবে তো?

এই রিলেটেড থ্রেড আছে ফোরামে, চাইলে দেখে আসতে পারেন

Ledger Recovery - Send your (encrypted) recovery phrase to 3rd parties entities
@theymos - Time to update the current Ledger situaion @ Important Announcements?

Reddit থ্রেড

https://old.reddit.com/r/Bitcoin/comments/13iyous/do_not_update_your_ledger_and_consider_moving_to/