কেটে ফেলা হয়েছে।।।।
এই মুহূর্তে আমি আপনার মনের ভিতরের অস্থিরতা বুঝতে পারছি, শুধু আপনার ক্ষেত্রে নয় এরকম পজিশনে আসলে অনেকের ক্ষেত্রেই মনের ভিতর অস্থিরতা কাজ করে কখন আমার পরিবর্তন হবে এবং কাঙ্খিত মেরিট গুলো পেয়ে যাব। আমার কাছে খুব একটা বেশি মেরিট নেই তবু আমি এর থেকে আপনাকে কিছু মেরিট দিয়ে দিলাম। কিছু মেরিট আমি সামনের দিনগুলোর জন্য রেখে দিচ্ছি। আমি ইনশাআল্লাহ সিনিয়র মেম্বার হলে সেদিন আমার কমিউনিটির সদস্যদের মাঝে কিছু মেরিট দিয়ে দিব।
তবে আমি আপনাকে একটি থ্রেডে কাউন্ট ডাউন দেওয়ার জন্য অনুরোধ করব ,সেখানে যদি আপনি কাউন্টডাউন দেন তাহলে আজকের দিনের মধ্যেই ফুল মেম্বার পদমর্যাদা পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
[v2][Self Moderated] In Merits, Count Down To Your Next Rank...