কাট~
সত্যিই ভাই আমরা যখন কোন কাজ করি, প্রায় সফলতার দুয়ারে পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে মনের ভিতর ছটফট করতে থাকে। কখন যে সফলতা পেয়ে যাব সেই চিন্তায় কোন কিছু করতে মনে চায় না। আপনার প্রতি দোয়া রইল অতি শীঘ্রই আপনি ফুল মেম্বার পদমর্যাদা অর্জন করবেন। আমাদের লোকাল কমিউনিটির সুনাম বয়ে আনবেন। আমাদের লোকাল কমিউনিটিতে আরো একজন উচ্চ রেংকের মেম্বার পেয়ে যাব।
আমি সবে মাত্র বিটকয়েন ফরমে এসেছি আমার খুব একটা মেরিট আর্ন করা হয় নি। ভাই কথায় বলে "দশের লাঠি একের বোঝা "আমাদের লোকাল কমিউনিটির সকল সদস্যই আশা করি আপনাকে সাহায্য করবে। আপনার আর খুব একটা মেরিটের প্রয়োজন নেই আর অল্প কয়েকটা মেরিট হয়ে গেলে ফুল মেম্বার হয়ে যাবেন।