Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
tjtonmoy
on 19/05/2023, 18:11:05 UTC
আমি সাধারণত ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করি। কিন্তু আজকে রাত্রে একটি সিগনেচার ক্যাম্পেইন থেকে পেমেন্ট পেয়েছি কিন্তু সেই পেমেন্ট উইথড করতে গিয়ে উচ্চতর ফি এর সম্মুখীন হয়েছি। আমাকে কেউ একজন সাজেস্ট করেন কোন বিটকয়েন ওয়ালেট ব্যবহার করলে ট্যান সেকশন বা লেনদেন ফি একটু কম হবে। আপাতত ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করতে চাচ্ছি না।

বরাবরই ইলেক্ট্রাম ওয়ালেট সবচেয়ে ভালো। এখানে আপনি নিজের ইচ্ছামত ফি সিলেক্ট করতে পারবেন, এছাড়া RBF বা রিপ্লেস বাই ফি এর মাধ্যমে  আপনার  আটকে থাকা ট্রানজেকশনগুলো পুনরায় ফি চেঞ্জ করে বাড়িয়ে বা কমিয়ে ট্রানজেকশন কমপ্লিট করতে পারবেন।

এ নিয়ে Little Mouse  ভাই অনেক আগেই পোস্ট করেছে, এবং খুব সুন্দর করে বিষয়টি বুঝিয়ে দিয়েছে। CPFP বা চাইল্ড পে ফর প্যারেন্ট সিস্টেমটির সুবিধা ও আপনি পাবেন।  যে ক্ষেত্রে আপনাকে ছোট্ট একটি ট্রানজেকশন করতে হবে আগে ট্রানজেকশন থেকে বেশি ফি তে।  এ সকল সুবিধা এবং পারফেক্ট সিকিউরিটি আপনি এই ওয়ালেটে পাচ্ছেন।  এ নিয়ে অনেক পোস্ট আছে, আজকে আট ঘন্টা জার্নি করে খুব টায়ার্ড বলে পুরোপুরি সাহায্য করতে পারলাম না।  আপনি ফোরামে একটু ঘাটাঘাটি করলেই এ বিষয়ে অনেক পোস্ট পেয়ে যাবেন।  বুঝতে  অসুবিধা হলে অবশ্যই লোকাল কমিউনিটিতে আবার জানাইতে পারেন।  সে ক্ষেত্রে সকলেই সাহায্য করবে  ইনশাআল্লাহ।

আর ট্রাস্ট ওয়ালেটের সিকিউরিটি ব্যবস্থা খুবই বাজে। দুইবার আমি হ্যাকিং এর শিকার হয়েছি।  এরপর থেকে স্মার্টফোনে সেফ পাল ওয়ালেটটি ব্যবহার করছি।  কিন্তু বিটকয়েনের জন্য আমি আলাদাভাবে ইলেক্ট্রাম ওয়ালেট টাই ব্যবহার করি।