Post
Topic
Board Other languages/locations
Merits 2 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
Popkon6
on 20/05/2023, 03:44:23 UTC
⭐ Merited by Dimitri94 (2)
ফোরাম কমিউনিটি ভাইদের মনোযোগ আকর্ষন করার চেস্টা করছি। আমাদের এই লোকাল বোর্ডটি আগের চেয়ে অনেক ভাল একটি অবস্থানে গিয়েছে এবং বভিষ্যতে তা আরও সমৃদ্ধি অর্জন করবে। এখানে বর্তমানে ব্যবহার কারীর সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে আশা করি আমরা আমাদের সেই কাঙ্খিত লক্ষ্য বাংলা লোকাল বোর্ড কে একটি মর্যাদা পুর্ণ জায়গায় নিয়ে যেতে সক্ষম হব।

প্রিয় ভাইয়েরা আমি আমার ব্যেক্তিগত কাঙ্খিত লক্ষ্য বাস্তবায়ে ফোরামে আমার একটি র‌্যাংক পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছি। কিন্তু কিছু মেরিট কম থাকায় আমার সেই কাঙ্খিত স্বপ্ন পুরনে কিছুটা সময় লাগছে। এই পজিশনে যারা ছিলেন তারা প্রত্যেকেই হয়তো জানেন এই সময়টিতে কতটা মনের মধ্যে পাওয়ার একটি আকাঙ্খা সৃস্টি হয়ে থাকে। আমি আমার পরবর্তি র‌্যাংকে পৌছানোর জন্য 76 শতাংশ মেরিট সম্পুর্ণ করেছি। কিন্তু যতই এগিয়ে যাচ্ছি ততই আমার মনের ভেতরে র‌্যাংক এচিব করার অস্থিরতা কাজ করছে। তাই আমার আকুল আবেদন যদি আপনারা আমাকে সাপোর্ট করেন তাহলে হয়তো আমি আমার সেই লক্ষ্য বাস্তবায়নে দ্রুত এগিয়ে যেতে সক্ষম হব। আমি এই পোস্ট এবং বিগত দিনে আমার কিছু পোস্টের বিপরীতে আপনাদের সমর্থন চাইছি। যদি আপনারা আমাকে এই পোস্ট গুলোর উপর বিবেচনা করে আমাকে পরবর্তি র‌্যাংক এচিব করার জন্য সমর্থন করেন তাহলে আমি চির কৃতজ্ঞ থাকব।
বাংলা ফোরামে আমি সিনিয়র সকল ভাইদের প্রতি আহবান জানাচ্ছি যারা ফোরামে একটিভলি কাজ করছেন।
@Little Mouse
@shasan
@Crypto Library
@LDL
@NicNacCoin
@tjtonmoy
@Learn Bitcoin
@Bitcoin_people
@Review Master
@Rana590
@Popkon6
@Negotiation
@Mr.corol


এখানে কিছু নতুন ভাইয়েরা আছেন যারা খুবই একটিভ এবং যথেস্ট মেধা সম্পন্ন। আমি মনে করি তারাও খুব স্বল্প সময়ে ফেরামে তাদের র‌্যাংক এচিব করতে সক্ষম হবেন।
@roksana.hee
@Suzume
@Bd officer


Congratulations Dimitri94
আপনার নতুন রেংক বৃদ্ধির অপেক্ষা কতটুকু যন্ত্রণাদায়ক আমি নিজে কিছুটা জানি। এ সময়টুকু পার হতে চায় না বিশেষ করে বারবার প্রোফাইল দেখতে ইচ্ছে করে। কিন্তু আপনার ১০০ মেরিট পূর্ণ হয়েছে আপনি আরো চ্যালেঞ্জে মুখোমুখি দাঁড়িয়ে আছেন। এবং সিনিয়র সদস্য হওয়ার জন্য আপনাকে অনেক দীর্ঘ পথ অতিক্রম করতে হবে তবে আশা করি অবশ্যই পূর্ণ হবে এবং আপনার ধৈর্য ও মেধা শক্তিকে কাজে লাগিয়ে উচ্চ স্তরে যেতে পারবেন।