সফলতা কাকে বলে তা আমি এই মুহুর্তে সঙ্গায়িত করত পারব না। কারন সফলত অনেকের কাছে তার আশা প্রাপ্তির উপর নির্ভর করবে। আমার দিক থেকে নতুন র্যাংক অর্জন এটিও একটি সফলতা। যাই হোক আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহ পাকের দরবারে যিনি আমার প্রতি আপনাদের সকলের ভালবাসা শিক্ত হওয়ার সক্ষমতা দান করেছেন। আপনাদের সহযোগীতায় আল্লাহর রহমতে আমি আমার একটি কাঙ্খিত লক্ষ্য বাস্তবায়নে সফল হয়েছি। শুকুর আলহামদুলিল্লা।
আমার প্রিয় ফোরাম মেম্বারদের প্রতি আমি কৃতজ্ঞ। সবাই আমার আকুল আবেদনে সারা দিয়েছেন। তাই আজ থেকে আমি আপনাদের কাছে ঋনি। বাংলা ফোরামের উন্নতিতে যদি সামান্য নিজেকে মেলে ধরতে পারি নিজেকে ধন্য মনে করব। প্রথম দিকে আমার ধারনা ছিল হয়তো বাংলা ফোরামে হিংসা বিদ্বেসের একটি জায়গা। কিন্তু আমার ধারনা ভূল ছিল আমি যখন ফোরামে একটিভ হওয়ার চেস্টা করলাম তখন আপনাদের সারা পেয়ে নিজের ভুল ধারনা থেকে সরে এলাম। আজকে প্রত্যাশার জায়গাতে অবস্থান করার পর এতটাই আনন্দিত যা ভাষায় প্রকাশ করতে পারব না। আমার এই আনন্দ আমার ফোরামের সবার মধ্যে কিছুটা হলেও শেয়ার করতে পারলে আমি ধন্যহতাম। ফোরামে অনেকেই হয়তো আমার আবেদন দেখতে পারেন নি হয়তো দেখলে তারাও এগিয়ে আসত। তাই সকলের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ।
ফোরামে ছোট বড় সবাই আমাকে হেল্প করেছেন তবে শুরু থেকেই আমাকে যারা সর্বোচ্চ সাপোর্ট করেছিল এবং অনুপ্রানিত করেছিল তাদের নাম উল্লেখ না করলেই নয়। কারন আমি একটি সময় হাল ছেড়ে দিয়েছিলাম সেই অবস্থা থেকে যারা আমাকে অনুপ্রানিত করেছিলেন @Little Mouse @shasan @Crypto Library @LDL। এছাড়া যারা আমাকে তাদের সর্বোচ্চটা দিয়ে সাপোর্ট করেছেন তাদের প্রতি আমিও চির কৃতজ্ঞ।
@Learn Bitcoin
@Bitcoin_people
@NicNacCoin
@tjtonmoy
@Review Master
@Rana590
@Popkon6
@Negotiation
@Mr.corol
@roksana.hee
@Suzume
@Bd officer
আমি ফোরামের ভাইদের থেকে যতটা হেল্প পেয়েছি আমিও চেস্টা করবে সেই ভাবে অন্যদের হেল্প করার জন্য। সবার প্রতি আবারও আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভকামনা রইল।