আমি সাধারণত ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করি। কিন্তু আজকে রাত্রে একটি সিগনেচার ক্যাম্পেইন থেকে পেমেন্ট পেয়েছি কিন্তু সেই পেমেন্ট উইথড করতে গিয়ে উচ্চতর ফি এর সম্মুখীন হয়েছি। আমাকে কেউ একজন সাজেস্ট করেন কোন বিটকয়েন ওয়ালেট ব্যবহার করলে ট্যান সেকশন বা লেনদেন ফি একটু কম হবে। আপাতত ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করতে চাচ্ছি না।
Little mouse ভাই অলরেডি সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। আপনি যদি ডেস্কটপ ইউজার হন শুধু ডেস্কটপ এর কথা নয়, নন কাস্টডিয়াল ওয়ালেট গুলোর মধ্যে electrum ব্যবহার করা কয়েকটা বিষয়ের জন্য উত্তম হবে যেমন এখানে আপনি স্ট্রং ফিচারস পাবেন, সিকিউরিটির দিক থেকেও এটি উত্তম।
তবে আপনার বর্তমান পরিস্থিতি অনুযায়ী যেহেতু আপনার ওয়ালেটে অলরেডি বিটকয়েন চলে আসছে এটা নিয়ে আর কিছু করা যাচ্ছে না।
তবে আমি আপনার সাথে আমার একটা ব্যক্তিগত ট্রিক্স শেয়ার করছি, আমিও প্রথমদিকে সিগনেচার ক্যাম্পেইন থেকে পেমেন্ট নেওয়ার জন্য এরকম নন কাস্টডিয়াল ওয়ালেট ব্যবহার করেছি। পরে দেখলাম এখানে আমার ট্রানজেকশন কস্ট বেশি পড়ে যাচ্ছে, এর জন্য নন কাস্টেডিয়াল থেকে সিগনেচার পেমেন্ট নেওয়ার জন্য কাস্তোডিয়াল ওয়ালেটে শিফট হলাম। আর ওয়ালেট এড্রেস এর সিকিউরিটি এর জন্য আমি Ku-coin এক্সচেঞ্জার ব্যবহার করলাম, সরাসরি কু কয়েন এর
BTC এড্রেস এ আমি পেমেন্ট নিয়ে থাকি এবং পরবর্তীতে সেগুলো অন্য কোন একচেঞ্জযারে ট্রান্সফার করার জন্য সেগুলোকে লো কষ্ট ট্রানজেকশন ফি ওয়ালা alt-coin ব্যবহার করি এর ক্ষেত্রে আপনি Lite coin বা TRX ব্যবহার করতে পারেন।
আমি মূলত TRX ব্যবহার করে থাকি Lite কয়েনে ট্রানজেকশন ফি আরো কম কিন্তু আমি ফাস্ট ট্রানজেকশন এর জন্য TRX ব্যবহার করে থাকি। কয়েকবার দেখেছি লাইট কয়েনের থেকে টি আর এক্স এ ট্রানজেকশন তাড়াতাড়ি হয়।