Post
Topic
Board Other languages/locations
Merits 3 from 3 users
Re: বাংলাদেশ (Bengali)
by
Negotiation
on 25/05/2023, 15:49:11 UTC
⭐ Merited by Little Mouse (1) ,Nothingtodo (1) ,Dimitri94 (1)


সাধারন প্রোয়োজনে যারা টিন-সার্টিফিকেট ওপেন করেছিলেন তাদের জন্যে এখন সেটি গলার কাটা হয়ে যাবে, একদিকে কিছু মানুষ চাচ্ছে যে দেখের মানুষ একটু সান্তিতে থাকুক , অন্যদিকে কিছু লোক করের সকল বোঝা চাপিয়ে দিচ্ছেন সাধারন মানুষের উপরে, যারা নিম্ন বেতনে চাকরি করে তাদের আসলেই অনেক সমস্যার সম্মুখীন হতে হবে এখন। আর এই কর আরোপের কারনে অনেকেই এখন তাদের টিন সার্টিফিকেট বন্ধ করে দিবে । ফলে সরকার যে কর পেতো সেটিও হয়তো হারাতে পারে এগুলো বাস্তবায়োন হলে।

নিউজ লিংকঃ শূন্য করের দিন শেষ!

ক্রিপ্টোকারেন্সি যদি বৈধতা দেয় তাহলে ৩৫% এর উপরে হয়তো কর দিতে হবে । তখন আমাদের মনে হতে পারে যে বৈধতা না দেয়াই ভালো ছিলো ...!