Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
LDL
on 27/05/2023, 08:39:11 UTC
⭐ Merited by NicNacCoin (1)
আজকে একটি বিষয় খেয়াল করলাম কিছু আমাদের বাংলার সদস্যদের প্রত্যেকেই @DdmrDdmr সাহেব থেকে মেরিট পেয়েছেন। আমিও পেয়েছি ৫টির মতো। যাহোক একটি বিষয় খুব ভালো লাগলো তাদের মত গ্লোবালের স্বনামধন্য ইউজাররা বাংলাতে মাঝেমধ্যে ঢুকে আমাদেরকে মেরিট দিয়ে যায়। আমরা যদি তাদের থেকে এভাবে মেরিট না পাই তাহলে হয়তো আমাদের রেঙ্ক বৃদ্ধি পাওয়া সম্ভব হতো না। আমাদের কমিউনিটিতে এক্টিভ ইউজার দরকার ‌। আর এখানে সর্বদা একটিভ থাকলে গ্লোবাল থেকে মেরিট সোর্স এসে আমাদেরকে মেরিট দিয়ে পুরস্কৃত করবেন। তবে একটি বিষয় খেয়াল করলাম আমাদের এখান থেকে বেশ কয়েকজন ফুল মেম্বার হয়েছেন এবং বেশ কয়েকজন পোটেনশিয়াল হিরো মেম্বার হওয়ার পথে।
তাদের মধ্যে.. ‌‌
1. Crypto Library
2. NicNacCoin
আপনারা দুজন পিজ্জা কম্পিটিশনে অংশগ্রহণ করলেই আল্লাহ ভরসা হিরো মেম্বার হয়ে যাবেন ইনশাআল্লাহ। দোয়া করি আপনারা হিরো মেম্বার হয়ে আমাদের ফোরামের সদস্যদের সহযোগিতা ও সেবা করবেন।