Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
LDL
on 27/05/2023, 13:12:07 UTC
⭐ Merited by Bd officer (1)
জার্মানির বার্লিন শহরে রাস্তার উপর দিয়ে বিটকয়েনের উপর শিক্ষা গ্রহণ করার জন্য বিলবোর্ড তৈরি করা হয়েছে। আসলে পৃথিবীর মানুষ বিটকয়েনের গুরুত্ব ও তাৎপর্য বুঝে বিশ্বব্যাপী বিটকয়েনের উপর শিক্ষা গ্রহণের উদ্যোগ গ্রহণ করছে। ইএল সালভাদরে ইউনিভার্সিটি পর্যায়ে বিটকয়েনের উপর শিক্ষা গ্রহণের জন্য কোর্স ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করেছে। অথচ আমরা জাতি হিসেবে কতটা পিছিয়ে আছি সেটা আপনারা সকলেই জানেন।



https://twitter.com/BitcoinMagazine/status/1662444756700479488?s=19