আমি এই প্রথম বিটকয়েন পিজ্জা কনটেস্টে পার্টিসিপেন্ট করলাম।এই কনটেস্টে পার্টিসিপেন্ট করতে পেরে আমার দারুন লাগছে। আমি ঘরোয়া ভাবে এই পিৎজা তৈরি করেছি। আমি গ্লোবাল কনটেস্টে আমার তৈরি করা পিজ্জা সাবমিট করেছি এবং এই জায়গায়ও আমি আমার পিজ্জা তৈরির প্রক্রিয়া শেয়ার করলাম।