Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
S00
on 27/05/2023, 14:55:41 UTC
বাংলাদেশের  বিটকয়েনের ওপর সাধারণ মানুষের বেশি  একটা ধারণা নেই।  বাহিরের রাষ্ট্রে যেভাবে বিটকয়েন এর উপর ধারণা রয়েছে ওই পর্যায়ে যেতে হলে আমাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। বাহিরে রাষ্ট্রের রাস্তার ওপর বিলবোর্ড টানিয়ে বিটকয়েনের  ধারণা দেওয়া হয় এবং বিটকয়েন এর বাণিজ্য করা হয় আমরা বাহিরে যে কোন একটি বিশ্বের ওপর তাকালে দেখা যায় যেসব কোম্পানি আছে সবগুলো বিটকয়েনে ওপর নির্ভরশীল হয়ে থাকে তারা কিপ্ট কারেন্সির সাথে সংযুক্ত তারা বিটকয়েনের উপর অনেক আস্থা রাখে

এবং  ২০০৮ সালের  দিকে তাকালে 
তখন বিটকয়েনের প্রচলিত ছিল না তখন বিটকয়েনের মূল্য ছিল খুবই কম।  আমি একটি পোস্টে দেখেছি তখন একটি  বার্গার কিনতে গেলে অনেকগুলো বিটকয়েন দিতে হতো একটি বার্গারের মালিক তিনি অনেকগুলো বিটকয়েনের বিনিময়ে একটি বার্গার দিযে থাকতো । তবে কিছুদিন পর দেখা গেল যে বিটকয়েনের চাহিদা দিন দিন আকাশের দিকে উড়াল দিচ্ছে তখন থেকে এই পর্যন্ত বিটকয়েনের মার্কেট উপরের দিকে উঠছে আমি আশা করছি বিটকয়েনের চাহিদা দিন দিন অনেক দূর এগিয়ে যাবে।।

এখন বিটকয়েন বার্গার হলিডে পালন করা হয় বিভিন্ন রাষ্ট্রে। এবং কিপটো কারেন্সিতেয় পালন হয়

এবং আমি এইমাত্র একটি বিটকয়েনের পোস্ট দেখতে পেলাম টুইটার একাউন্টে @BTC_Archive তিনি বলেছেন JP MORGAN: Gold at $2,000 implies a #Bitcoin price of $45,000 - Barron’s


এবং আরো  বলেছেন
@BTC_Archive
This is my first bear-market in #Bitcoin and it’s fascinating to see the change in the community now that the hype is completely dead.

Doing my best to stay focused and build for the next wave.

Ignore the drama.
Stack. HODL. Build 💪


এইছিলো আজকের বিটকয়েনের কিছু কথা জানি অনেক কিছু মিছটেক হয়েগিয়েছে
পরবর্তীতে আরো ধারনা দিওয়া হবেবিটকয়েনের

...ধন্যবাদ..