Post
Topic
Board Other languages/locations
Merits 3 from 3 users
Re: বাংলাদেশ (Bengali)
by
NicNacCoin
on 28/05/2023, 16:18:22 UTC
⭐ Merited by Bd officer (1) ,Bitcoin_people (1) ,Popkon6 (1)
Happy Bitcoin Pizza celebration 2023





অবশেষে পিজ্জা কম্পিটিশনে অংশগ্রহণ করলাম, বাড়ির সাংসারিক কাজে একটু ব্যস্ত থাকায় অংশগ্রহণ করতে একটু দেরি হয়ে গেল। তবুও অনেকে জমা দিয়েছে দেখে ভাবলাম আজই জমা দিয়ে দেই। পিজ্জা আমি আজ বেলা সাড়ে তিনটার দিকে কমপ্লিট করেছি কিন্তু পেজের শুরুতে দেওয়ার জন্য অনেকক্ষণ অপেক্ষা করলাম এবং পরিশেষে একটি ফ্রেশ পেজে জমাও দিয়ে দিলাম। বাড়িতে পিজ্জা বানানো এটা আমার প্রথম অভিজ্ঞতা। ভবিষ্যতে আরও বৈচিত্র্যময় প্রতিযোগিতায় অংশগ্রহণ করব সে প্রত্যয় ব্যক্ত করছি। আমাদের বাংলাদেশ লোকাল কমিউনিটি থেকে প্রায় অনেকে অংশগ্রহণ করেছে এবং সবাই খুব ভালো মানের পিজ্জা তৈরি করতে পেরেছে। দোয়া করি সবাই প্রতিযোগিতায় ভালো করুক।