আসলে DdmrDdmr আমাদের থ্রেড এ মেরিট দেয়ার জন্য আসে নাই। উনি একজন মেরিট সোর্স। উনি ওনার বানানো একটা স্ক্রিপ্ট ব্যাবহার করে বিভিন্ন ক্রায়েটারিয়া অনুযায়ী মেরিট স্প্রে করে থাকেন। আজকের মেরিট স্প্রে এর ক্রায়েটারিয়া ছিলো যেসব পোস্ট উনি জানোয়ারির পর থেকে মেরিট সেন্ড করে নাই, অথচ মিনিমাম ৫ জন আগে মেরিট সেন্ড করেছেন, এরকম পোস্ট গুলোতে মেরিট দিয়েছেন। যেহেতু আপনি ৫ টি মেরিট পেয়েছেন, তার মানে আপনার এমন ৫ টি পোস্ট আছে যেটাতে আগে মিনিমাম ৫ জন মেরিট সেন্ড করেছিলো। এটা নিয়ে DdmrDdmr এর একটা থ্রেড আছে।
এছাড়াও উনি অন্য ক্রায়েটারিয়া দিয়েও মেরিট সেন্ড করে থাকেন। যেমন; আগে উনি যে পোস্ট মেরিট দিয়েছেন, আবারো সেই পোস্ট এ মেরিট দিয়ে থাকেন। তার মানে হলো আজকে আপনি যে ৫ পোস্ট এ মেরিট পেলেন, উনি আবার মেরিটেট বিফোর ক্রায়েটারিয়া ব্যাবহার করলে আপনি আবারো মেরিট পাবেন ☺️
ওনার থ্রেড এর আজকের আপডেট কোট করে দিলাম, তাছাড়াও ওনার থ্রেড ঘুরে আসতে পারেন আগের আপডেট গুলো দেখার জন্য;
ধন্যবাদ ভাই কোট করার জন্য। আমি আসলে কালকের এই লোকাল থ্রেডে পোস্টটি করার পর মেটাতে তার এই টপিকটি দেখতে পেয়েছিলাম । যাই হোক পরে আর এডিটিং করিনি। তবে ধন্যবাদ আপনাকে বিষয়টি ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আমিও আসলে পূর্বে একই চিন্তা করেছিলাম যে উনি কোন বট ইউজ করেন মেরিট দেওয়ার জন্য । কেননা মাঝেমধ্যে দেখা গিয়েছে অনেক আগের পোস্টে তিনি একটি দুইটি করে মেরিট দিতেছে। তাছাড়া অনেক সময় আমরা যখন তাকে মেনশন করি হয়তো সেখান থেকেও তিনি ভিজিট করেন।
হ্যাঁ ভাই পিজ্জা কম্পিটিশন অলরেডি চালু হয়ে গিয়েছে এটা আসলে দেখেছি কিন্তু সময় হচ্ছে না পিজ্জা বানানোর ভেবেছি কাল বা পরশু বানাতে বসবো। দোয়া করবেন আর বেশি পথ দূরে নেই হিরো মেম্বার হওয়ার জন্য ।
আমিও পিজ্জা কম্পিটিশনে অংশ গ্রহন করবো ভেবেছিলাম। সময় করে উঠতে পারছি না। হিরো মেম্বার হওয়ার জন্য আর অল্প কিছু মেরিট লাগবে আপনার। পিজ্জা কম্পিটিশনে পারটিসিপেট করলে ভালো একটা মেরিট বুষ্ট পেতেন এবং এই সপ্তাহেই হয়তো রেংক আপ হয়ে যেতো। আপনি মনে হয় কিছুদিন যাবৎ একটু বিজি আছেন। কয়েকদিন ফোরামে একদম পোষ্ট করেন নাই। চাপ নেয়ার কোনো দরকার নেই। ফোরামের চাইতে ক্যারিয়ার অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফোরামের জন্য লেখাপড়ার ক্ষতি করার দরকার নাই। বেশি বিজি থাকলে যেই সিগনেচার ক্যাম্পেইনে আছেন, সেই ম্যানেজার কে আপনার অসুবিধার কথা বলে রাখতে পারেন। অনেক সময় মিনিমাম পোষ্ট না হলে ক্যাম্পেইন থেকে রিমুভ করে দেয়।
[/quote]
হ্যাঁ পিজ্জা বানানোর প্রসেস অলরেডি চালু হয়ে গিয়েছে আটা ময়দাতে ইস্ট দিয়ে রেখেছি। আর একটু পরে আর কাজগুলো কমপ্লিট করে হয়তো পোস্ট দেওয়া হয়ে যাবে । হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন বর্তমানে একটু বিজি থাকার কারণে ফোরামে আগে যেরকম টাইম দেওয়া হতো ঠিক তেমন দিতে পারতেছি না। ম্যানেজারকে এখনো বলিনি তবে মিনিমাম রিকোয়ারমেন্ট পূরণ করে যাচ্ছি শুধু।
যাই হোক সাপোর্ট গুলোর জন্য ধন্যবাদ।
