কি দরকার আছে? সামান্য কয়টা মেরিটের জন্য অন্য সোর্স থেকে পিজ্জার ছবি ডাউনলোড করে তাতে এডিট করে নিজের বলে চালিয়ে দেওয়া। জীবনে কি মেরিটাই সবচেয়ে বড় প্রয়োজন নাকি নিজের আত্মসম্মান টাও।
@Bitcoin _People, আপনাকে অশেষ ধন্যবাদ যে আপনি আমাদের বাংলা কমিউনিটি থেকে উক্ত চিটিং কর্মকাণ্ড টি ধরিয়ে দেওয়ার জন্য। সামান্য পিজ্জা তৈরীর প্রতিযোগিতা এখানে কি কঠিন প্রতিযোগিতা । আপনাকে তো আর রোবট তৈরি করতে বলেনি অথবা কোন পরীক্ষামূলক কোন প্রোগ্রামিং করতে বলেনি। শুধুমাত্র পিৎজার ক্ষেত্রে এরকম কারচুপি করাটা কখনো উচিত হয়নি।
আমি বিষয়টি এখানে বলার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাদের বাংলা কমিউনিটি থেকে কেউ যাতে এরূপ কর্মকান্ড করে না বসে সেজন্য এখানে সতর্কতামূলক নির্দেশনা দিচ্ছি। আশা করি আমাদের বাংলাদেশ কমিউনিটির থেকে এরূপ প্রতারণামূলক কর্মকাণ্ড কেউ করবে না ইনশাআল্লাহ।
যেখানে একটা পিজ্জা তৈরি করতে ৪০০ থেকে ৫০০ টাকা লাগে সেখানে এই সামান্য কিছু টাকার জন্য এভাবে অন্য জায়গায় থেকে পিজ্জা ছবি কালেক্ট করে সেই ছবি এডিট করে পিজ্জা কনটেস্টে পার্টিসিপেন্ট করার কোন মানে হয় না।@Bitcoin_people ভালো একটি কাজ করেছেন। আশা করছি একজনের ভুল থেকে 10 জন শিক্ষা নিবেন। আর আপনারা যদি মনে করেন এভাবে পিজ্জা নিজের হাতে তৈরি না করে অন্য জায়গায় থেকে পিজ্জার ছবি চুরি করে এনে দিলেই মেরিট পাবেন তাহলে এটা আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা। কারণ এই ধরনের কার্যক্রম খুঁজে বের করা খুবই সহজ। এবং আপনি যে জায়গা থেকেই ছবিগুলো কালেক্ট করেন না কেন সেটা অবশ্যই ধরা পড়বে। তাই আপনারা আগে থেকেই সতর্ক হোন। পরিশ্রম করুন এবং সৎ পথে চলার চেষ্টা করুন দেখবেন সফলতা এমনি আসছে।