Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
Gulttam2a2
on 29/05/2023, 07:56:55 UTC
⭐ Merited by Fuso.hp (1)
আসসালামু আলাইকুম সবাইকে, বেশ কিছুদিন যাবত আমি আমাদের এই লোকাল বোর্ড নিয়মিতই পর্যবেক্ষণ করছি। এবং আমি সবার পোস্ট পড়েছি কিন্তু কখনো রিপ্লাই করিনি।কিন্তু এই বোর্ডের আন্তরিকতা দেখে আমি সত্যিই মুগ্ধ। তাই আমি নিজের আত্মপ্রকাশ করতে বাধ্য হলাম। আমি মনে করি আমাদের এই লোকাল বোর্ড থেকে আমি শতভাগ সাপোর্ট পাবো এবং যদি কোন বিষয়ে আমি অজানা থাকি তাহলে আমি এই লোকাল বোর্ডের মাধ্যমে সে সকল বিষয় সম্পর্কে জানতে পারব। এই লোকাল বোর্ডে একটিভ কিছু ভাইয়েরা আছেন যাদের নাম উল্লেখ না করলেই নয়,
@Little Mouse,
@Shasan,
@BitcoinDream
@Malekbaba
@Review Master
@Crypto library
@tjtonmoy
@Rana590
@NicNacCoin
@LDL
@Learn bitcoin
@Bitcoin _People
@BD Crypto
@Dimitri94
@Coin63$
@roksana.hee
@Suzume
@Bounty Inspectors
@Bd officer।
আমি খুবই আনন্দিত নিজেকে বাংলা লোকাল বোর্ডের সদস্য দাবি করাতে। আশা করছি সবাই আমাকে স্বাগতম জানাবেন।
বাংলা লোকাল বোর্ড এ আপনাকে স্বাগতম।আপনি এতদিনে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।আপনি এখানে অনেল সাহায্য সহযোগিতা পাবেন।আপনি এখানে কিছু অজানা তথ্য যেটা আপনার অজানা সেটা আশা করি এই বাংলা লোকাল বোর্ড থেকে জানতে পারবেন।এখানে অনেক সিনিয়র ভাইয়ারা যাদের অনেক অভিজ্ঞতা আপনি যেটা না বুঝবেন সেটা আপনি তাদের কাছে থেকে সহজেই জেনে নিতে পারবেন।আপনি এখানে অনেক বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন যেমন বিটকয়েন আরও অনেক কিছু আছে।আপনি এখানে ভালমানের পোস্ট করতে পারলে মেরিটও পেয়ে যাবেন।আশা করছি আপনি বাংলা লোকাল বোর্ড সাথেই থাকবেন।