Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Bd officer
on 29/05/2023, 13:43:07 UTC
কাট~
ধুর ভাই আপনে বুঝেন না নাকি, আপনাকে Popkon6 ভাই অনেক সুন্দর করে বুঝিয়েছেন। আমি আপনাকে কিছু কথা বলেছিলাম। তবু আপনি আবার বলছেন আপনার মেরিট নেই মেরিট চেয়ে বসছেন। আপনাকে বলি আবারো মেরিট চাওয়ার দরকার নেই। আপনার যদি ভালো মানসম্মত পোস্ট হয় তাহলে আপনাকে সিনিয়র ভাইয়েরা আপনা আপনি মেরিট সেন্ড করে দেবে।
আর আপনি কি এমন পোস্ট করেছেন যে আপনাকে ওই পোস্টটি মেরিট দিব। তাই ভাই আপনি বেশি উত্তেজিত হবেন না। মেরিট পাওয়ার জন্য উত্তেজিত হলে মেরিট কোনদিনও পাবেন না। তাই ভাই ফরমে পর্যাপ্ত পরিমাণ সময় দিন। দেখবেন একদিন আপনি সাকসেস হয়ে যাবেন।
আশা করি এ ধরনের আর মেরিট চাওয়ার পোস্ট দেওয়া থেকে বিরত থাকবেন।