Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Z_MBFM
on 29/05/2023, 14:47:32 UTC
আমি কোন কিছু পোস্ট করতে গেলে পোস্টের উপরে কোন ছবি দিতে পারি না কেন?
আপনি আপনার সব পোস্টের সাথে ছবি পোস্ট করতে না পারার একটি কারণে হতে পারে তাহলো মনে হচ্ছে আপনি Image পোস্ট করার জন্য imgur.com সাইটটি বেছে নিয়েছেন যা পূর্বে বহুলভাবে এই  ফোরামের জন্য ব্যবহার করা হতো। কিন্তু এদের কিছু আপডেটের কারণে imgur  হোস্টকৃত  সকল ইমেজ ফোরামে সাপর্ট করা ছেড়ে দেয়। পরবর্তীতে এটি ঠিক করা হলেও Theymos imgur কে এই ফোরামের জন্য ব্যান করেছেন। আর এর কারনে Imgur ওয়েবসাইটের কোনো লিংক আপনি এখানে পোস্ট করতে পারবেন না। পোস্ট করার সময় একটি ওয়ার্নিং দেখতে পাবেন। এক্ষেত্রে আপনি Little Mouse এর talkimg.com সাইটটি ব্যবহার করতে পারেন। তবে আপনার Rank মিনিমাম jr হওয়ার আগে আপনার ইমেজ এখানে শো হবে না।

Quote
ছবি না দেওয়ার কারণে আমার পোস্টটি ভালভাবে ফোকাচ  করছে না।
সেই জন্য আমি কোন  Merit পাচ্ছি না। এতে আমার অনেক মন খারাপ হচ্ছে, আমি যদি একটি Merit  পেয়ে যায়। তাহলে আমার এখানে পোস্ট করার চাহিদা দ্বিগুণ বেড়ে জাবে ।
একটি লো কোয়ালিটির পোস্টে মেরিট দিলে একে মেরিটের অপচয় হিসেবে গণ্য করা হয়। আপনার যদি একান্তই ছবি পোস্ট করা প্রয়োজন হয়ে থাকে সে ক্ষেত্রে আপনি copper Membership ক্রয় করতে পারেন  যার খরচ পড়বে 0.00108934 BTC যা ডলারে কনভার্ট করলে হয় বর্তমান বিটকয়েনের দাম অনুযায়ী $30.3  Copper Membership কিনলে আপনি একটি৷ মেম্বার র‍্যাংক যত ওয়ার্ডের সিগনেচার স্পেস পায় ততটুকু আপনিও পাবেন। এবংকি যেকোনো ইমেজও ডিস্প্লে হবে আপনার। আশা করি সব বুঝতে পারছেন। ধন্যবাদ