Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
Learn Bitcoin
on 29/05/2023, 17:41:35 UTC
⭐ Merited by Crypto Library (1)
যারা যারা  আমাকে  অভিনন্দন জানিয়েছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এন্ড @Learn Bitcoin  ব্রাদার  থ্যাংকস ফর দ্য মেনশন অন  দ্যাট টপিক। Wink

ধন্যবাদ ভাই। আপনাকে অনেক অনেক অভিনন্দন!
২৪ ঘন্টার কম সময়ে আপনি ৪৩ টি মেরিট আর্ন করেছেন। আমার মনে আছে আমি যখন পোস্ট করেছি গতকাল, তখন আপনার ২৯ টি মেরিট দরকার ছিলো। আর এখন আপনার মেরিট ৫১৩! হোয়াট এ পুশ! অবশ্যই আপনার পিজ্জা টা অনেক গুলো মেরিট ডিজার্ভ করে। তবে লোকাল কমিউনিটি থেকে যারা হেল্প করেছেন, সবাইকে অনেক ধন্যবাদ! আমরা সবাই মিলে সবাইকে নিয়ে এগিয়ে যাবো। এটাই হবে আমাদের টারগেট। কেউ একজন এগিয়ে গেলো, আমার মেরিট তার থেকে কম, তাকে মেরিট দিলে সে এগিয়ে যাবে, এরকম ধারনা কারো থাকলে দয়া করে এটা থেকে বেরিয়ে আসুন। অন্যান্য মেরিট সোর্স রা যেমন কাউকে নেক্সট র‍্যাংক এর কাছে দেখলে মেরিট পুশ দিয়ে র‍্যাংক আপ করে দেয়, আমাদের কমিউনিটির কাউকে নেক্সট র‍্যাংক এর কাছে দেখলে সবাই এভাবেই এগিয়ে আসবেন আশা করি। সবাইকে অনেক ধন্যবাদ!


অনেকেই দেখছি ভুল বাল তথ্য দিয়ে পোস্ট করছেন। অনেকে আবার নেট থেকে ছবি নিয়ে পিজ্জা কন্টেস্ট এ দিচ্ছেন। অনেকে কপি পেস্ট করছেন। দয়া করে এসব বন্ধ করুন। কোয়ালিটি কন্টেন্ট বানান। মেরিট আপনার কাছে ছুটে আসবে। আসবে কমিউনিটি অনেক বেশি হেল্পফুল!