Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
musafar37
on 29/05/2023, 18:19:58 UTC
আলহামদুলিল্লাহ অবশেষে  আরেকটি প্রতীক্ষার  অবসান ঘটলো।  প্রথমেই আমার লোকাল কমিউনিটি  এর সকল মেম্বারদের  অসংখ্য ধন্যবাদ জানাই,  লোকাল কমিউনিটি থেকে এত স্ট্রং সাপোর্ট পেয়েছি যে সেটা আমার চিন্তার বাইরে ছিল। আমি মনে করি এর ধারাবাহিকতা  সকলের  ক্ষেত্রেই বজায় থাকতে হবে ,  আমাদের এই ইউনিটি গুলোই  আমাদের লোকাল কমিউনিটি  কে আরো স্ট্রং করবে  আরো নতুন নতুন  ভালো মেম্বারদের মুখ আমরা দেখব।  
আমার মনে পড়ে যাচ্ছে সেই Newbie  অ্যাকাউন্ট নিয়ে ফোরামে ঢুকলাম  বাংলাদেশ থ্রেডে  আসলাম  প্রথমে তো  পোস্ট দিতেই পারতাম না কিভাবে পোস্ট দিতে  হয়।  তারপর একটু একটু করে শিখা Little Mouse  ভাই , naim027  ভাই,  Review Master ভাই  এনাদের পোস্টকে ফলো করা এনাদের কাছ থেকে  হেল্প নেওয়া  এবং আর এনাদেরই  ওই এক দুইটা মেরিট আমাকে  সামনে অগ্রসর হওয়ার জন্য  অ্যাপ্লিশিয়েশন করেছে।  তখন ভাবিনি আসলে এ পর্যন্ত আসতে পারবো  এটা আমার চিন্তার বাইরে ছিল।  কিন্তু বর্তমান পরিস্থিতিতে যা বুঝলাম  সময় দিলে বা একটা জিনিসের লেগে থাকলে  অবশ্যই একটা ভালো  আউটকাম আসবে।  আমার এই কথাগুলো  বলার মানে হল গিয়ে,  যারা নিউবি আমাদের থ্রেডে  ভিজিট করতে আসে তাদেরকে সাহায্য করা,  ভুলগুলো সুন্দর করে ধরিয়ে দেওয়া  আর একটু অ্যাপ্রিসিয়েশন দেওয়া ,  তাহলে হয়ত নিউবি  এরকম আরো অনেক হিরো মেম্বার পাওয়া যাবে।
প্রায় দেড় বছর লাগলো অবশ্য মাঝখানো অনেক ফাঁকি ঝুঁকি দেওয়া হয়েছে।  আর এতদিনে আমি যা শিখলাম তা হলো গিয়ে এক্সপ্লোর করার থেকে বেটার কোন কিছু নেই,  যতই  এক্সপ্লোর করবেন  তত আপনার জন্য বেটার অপরচুনিটি এর রাস্তা খুলে যাবে ।
যদিও আমি এখন হিরো মেম্বার হয়েছি এখনো আমার অনেক কিছু জানার রয়েছে আমার মনে হয় না আমি ১০০% এর মধ্যে ১ পার্সেন্টো শিখতে পেরেছি । আবারও সেই একই কথা  এখনো অনেক পথ চলার রয়েছে  আর এই পথে আপনাদের সাপোর্ট আবারও কাম্য থাকবে।


আলহামদুলিল্লাহ, অভিনন্দন ও শুভকামনা রইল ভাই, আপনাদের মত অভিজ্ঞতাসম্পন্ন সদস্যদের জন্য বাংলা কমিউনিটির সৌন্দর্য আরো বিস্তারিত হবে।আপনাদের গুরুত্বপূর্ণ পোস্ট নতুনদের নতুন কিছু জানতে সহযোগিতা করবে। little mouse, naim027,Review Master,crypto Library,  আপনারা সবাই বাংলা কমিউনিটির সম্পদ,আপনাদের অর্জনে কমিউনিটির নতুনদের সামনে এগিয়ে যাওয়ার সাহস বাড়াবে।