আমাদের বাংলা লোকাল বোর্ডে বর্তমানে প্রচুর পরিমাণে সদস্য সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং অনেক লোক তাদের রেংক পরিবর্তন করতে সক্ষম হচ্ছে। বিশেষ করে আমি যখন প্রথম বাংলা লোকাল বোর্ডে এসেছিলাম তখন আমি নবাগত একজন ছিলাম তবে আমি এখানে প্রতিনিয়ত একটিভ থেকে সিনিয়র ভাইদের সাহায্য সহযোগিতায় পরবর্তীতে রেংক অর্জন করতে পেরেছি। সত্যিই কমিউনিটিতে থেকে অনেক এগিয়ে যাওয়া সম্ভব হয় বিশেষ করে আমাদের এই লোকাল বোর্ডের যে কয়েকজন লোক গত কয়েক মাসের মধ্যে তাদের র্যাঙ্ক পরিবর্তন করতে পেরেছে তারা আমাদের বাংলা লোকাল বোর্ডের ইউজার। এই কয়েক মাসের মধ্যে আমি সহ আরো কয়েকজন ভাই রেংক বৃদ্ধি করতে পেরেছেন @Popkon6, @Learn Bitcoin @Dimitri94 তারা এই বাংলা কমিটিতে থেকে রেংক বৃদ্ধি করতে পেরেছেন এটা আমাদের বাংলা লোকালের জন্য অনেক প্রশংসনীয়।
গতকালকে আমাদের একজন সিনিয়র ভাই Crypto Library তিনি পর্যাপ্ত পরিমাণ সময় ব্যয় করেছেন এবং অবশেষে সিনিয়র মেম্বার থেকে হিরো মেম্বার র্যাঙ্ক অর্জন করেছেন এটি আমাদের জন্য সত্যিই অনেক আনন্দের। আমাদের বাংলা লোকাল পর থেকে প্রতিনিয়ত যেভাবে পোস্ট সংখ্যা এবং মেরিট সেন্ড সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এতে আমরা ভবিষ্যতে এগিয়ে যেতে পারবো।
আমাদের লোকাল বোর্ডে আরো কয়েকজন মেম্বার রয়েছে যারা Full member হওয়ার পথে @musafar37, @BD Crypto, @Bd officer, @Fuso.hp, @Mr.corol, @Z_MBFM, @roksana.hee, @Suzume আরো অনেকে আপনারা যদি প্রতিনিয়ত অ্যাক্টিভ থেকে ইনফরমেটিভ পোস্ট করেন অবশ্যই অতি শীঘ্রই আপনারা নিজেদের রেঙ্ক বৃদ্ধি করতে পারবেন ও আমাদের লোকাল বোর্ডে সময় দিন তবে আপনারা এগিয়ে যেতে পারবেন।
আমাদের বাংলা লোকালে আরো একজন সদস্য হিরো মেম্বার পদমর্যাদা অর্জন করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে NicNacCoin অতি শীঘ্রই তিনি সিনিয়র মেম্বার থেকে হিরো মেম্বারের স্থানান্তর করবে। আর যখন উনার রেংক পরিবর্তন হবে তখন আমাদের বাংলা লোকালের জন্য এটি আরো একটি প্রশংসনীয় হয়ে উঠবে। আর আমাদের বাংলা লোকাল বোর্ডে থেকে এভাবে ্যাক বৃদ্ধি পেতে থাকলে অবশ্যই আমরা ভবিষ্যতে এই বিটকয়েন ফোরামের মধ্যে আমাদের বাংলা লোকাল কে দাঁড় করাতে পারবো।
আমাদের এই লোকাল বোর্ডে আরো একজন ইন্টেলিজেন্ট ব্যাক্তি যিনি বর্তমানে ফুল মেম্বার রেঙ্কে রয়েছে কিন্তু তার মেরিট হয়েছে প্রায় হিরো মেম্বার এর কাছাকাছি। শুধুমাত্র এক্টিভিটির কারনে তার রেঙ্ক পরিবর্তন হচ্ছে না তবে অতি শীঘ্রই তার রেঙ্ক পরিবর্তন হয়ে যাবে ফুল মেম্বার থেকে সিনিয়র মেম্বার পদমর্যাদা অর্জন করবে তিনি আমাদের লোকাল বোর্ডের পরিচিত একজন জ্ঞানী ব্যক্তি LDL। তার সুনাম না করলেই নয় তার অ্যাক্টিভিটির তুলনায় মেরিট সংখ্যা বেশি।
যেখানে আমরা মেরিট এর পিছনে দৌড়াই সেখানে মেরিট LDL এর পিছনে দৌড়ায়

।

তাই আমরা যারা বর্তমানে লোকাল বোর্ডে একটিভ আছি তারা যদি মানসম্মত পোস্ট করি অবশ্যই ভবিষ্যতে এগিয়ে যেতে পারবো এবং আমাদের বাংলা লোকাল কে ভালো একটি অবস্থানে নিয়ে যেতে পারবো।