bitcointalk ফোরাম এর নতুন সদস্য আমি।কিন্তু বিটকয়েনটক ফোরাম কিভাবে কাজ করে সেই সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। অর্থাৎ কিভাবে শুরু করবো কিছুই বুঝতে পারছি না।bitcoin সম্পর্কে আমার যথেষ্ট ধারণা আছে । তাই কোনো সিনিয়র ভাই যদি আমাকে এই বিষয়ে সাহায্য করতেন তাহলে খুব উপকার হতো। আমি মেইনলি জানতে চাচ্ছি কিভাবে পোস্ট করতে হয় আর কোথায় করতে হয়।আর মেরিট কিভাবে পাওয়া যাবে?।
অগ্রিম ধন্যবাদ ।