Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
musafar37
on 30/05/2023, 20:19:02 UTC




আসসালামু আলাইকুম
আমাদের এই বাংলা লোকাল বোর্ডে অনেক নতুন নতুন মেম্বার অ্যাড হয়েছে।
তাদের জন্য আজকের এই পরিচয় পর্ব

আমরা কি পরিচয় হতে পারি?  আমরা বাংলাদেশে  কে কোন বিভাগ ও জেলা থেকে বাংলা লোকাল কমিউনিটি  এর সদস্য হিসেবে আছি।  এবং আপনার জেলায় কোন বিষয়টি বিখ্যাত সেই বিষয়ে একটু সংক্ষিপ্ত   বিশ্লেষণ করবেন।

আমি রাজশাহী বিভাগ পাবনা জেলা থেকে বলছি, আমার জেলায়  রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র জন্য বিখ্যাত এবং আমার জেলায়
ঐতিহাসিক  মানসিক হাসপাতাল। ঈশ্বরদী হারিয়ে ব্রিজ । ঈশ্বরদী বিমানবন্দর, স্কয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেড। বাংলাদেশের জনপ্রিয় নাট্যকার ও অভিনেতা বৃন্দাবন দাস
 অভিনেতা চঞ্চল চৌধুরী
ইত্যাদি আরো অনেক কিছু জন্য বিখ্যাত
ওয়ালাইকুম আসসালাম ভাই,ভাই আপনি ফোরামে নতুন তাই দয়া করে নিচের লিঙ্কে প্রবেশ ফোরামের সকল অজানা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।ফোরামের নিয়ম-কানুন গুলোও পেয়ে যাবেন।

লিঙ্ক  https://bitcointalk.org/index.php?topic=631891.msg7033740#msg7033740
এখান থেকে যদি সম্পূর্ণ তথ্য না পেয়ে থাকেন অথবা আপনার আরো জানার প্রশ্ন থাকে এখানে করবেন ফোরামের নিয়ম অনুযায়ী।অভিজ্ঞ সদস্যরা আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিবেন।