Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Popkon6
on 31/05/2023, 16:31:27 UTC


আনন্দের সাথে অভিনন্দন জানাচ্ছি প্রিয় ভাই @LDL । আপনি বাংলা বোর্ডের জন্য অনেক সময় দিয়েছেন ।আপনি আপনার নিজ যোগ্যতায় সিনিয়র মেম্বার পদোন্নতি করেছেন এটা আপনার আরো আগেই প্রাপ্য ছিল। আমি আপনাকে অনেক বেশি অনুসরণ করি। আপনার প্রত্যেকটি পোষ্ট খুব তথ্যবহুল যেখান থেকে অনেক কিছু শেখা যায়। আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো আরো এগিয়ে যান।

তোমার জন্য quote উপহার।