Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Bounty Inspectors
on 31/05/2023, 16:53:50 UTC
আজকে কি বলবো বলার কোনো ভাষা নেই, যদিও আমি মাত্র jr.Member পদমর্যাদা অর্জন করলাম এটাই আমার কাছে মনে হচ্ছে বিশ্ব জয় করে ফেলেছি। আমি এই মে মাসেই বিটকয়েনটক ফরমে আমার একাউন্ট টি খুলেছি। আমি এই মাসে আমার যতটা দিয়ে সম্বব আমি অ্যাক্টিভ থাকার চেষ্টা করেছি। বিশেষ করে আমাদের লোকাল কমিউনিটির সিনিয়র সদস্যদেরকে সবসময় অনুসরণ করে আসছি। আর আজকে একটা বিষয় খেয়াল করছি আমাদের লোকাল থ্রেডের এই মাসের পোস্ট করার দিক দিয়ে প্রথম হয়েছি। আমি কল্পনাও করতে পারিনি যেখানে আমাদের লোকাল থ্রেডে অনেক সিনিয়র সদস্য রয়েছে এর মাঝে প্রথম হয়েছি। মুলকথা হচ্ছে,লোকাল কমিউনিটি ছাড়া সহজেই বড় হওয়া যায় না।
ধন্যবাদ বাংলা লোকাল থ্রেডের সকল সদস্যদের।
অভিনন্দন  প্রিয় ভাই @Bd officer । আপনি মাত্র এক মাস হতে না হতেই জুনিয়র মেম্বার পদোন্নতি করেছেন ।আপনি খুব তাড়াতাড়ি মেম্বার হয়ে যাবেন। আমি ও খুব শীঘ্রই জুনিয়র মেম্বার পদোন্নতি করবো আপনাদের ভালোবাসায়।আপনার প্রত্যেকটি পোষ্ট খুব তথ্যবহুল যেখান থেকে অনেক কিছু শেখা যায়। আশা করি বাংলা বোর্ডের জন্য এভাবেই ভালো কিছু দিবেন সবসময়। আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো আরো এগিয়ে যান ।