Congratulations @LDL lঅসংখ্য অভিনন্দন জানাই আমার পক্ষ থেকে আপনি পর্যাপ্ত পরিমাণ পরিশ্রম ও সময় দিয়েছেন ফরমে যার কারণে আপনি আজকে রেঙ্ক পরিবর্তন করতে পেরেছেন। আপনার Sr Member র্যাঙ্ক অর্জন করে এটা আমাদের লোকাল বোর্ডের জন্য অনেকটাই আনন্দের একটি বিষয়। এভাবে প্রতিনিয়ত যদি ফোরামে মেম্বার রাঙ্ক আপ করতে থাকে তবে আমাদের বাংলা লোকাল অবশ্যই একসময় ভালো একটি পজিশনে দাঁড় করানো সম্ভব হবে।