বিটকয়েন ফোরামে আমি নতুন সদস্য । বিটকয়েন সম্বন্ধে আমার স্বল্প জ্ঞান তোলে দরলাম।
বিটকয়েন হচ্ছে একটি ভার্চ্যুয়াল কারেন্সি যা প্রেরক ও প্রাপকের মধ্যে (কম্পিউটার) আদান-প্রদান হয়। ২০০৯ সালে সাতোশি নাকামোতো ছদ্মনামের কোনো ব্যক্তি প্রথম চালু করেন।এই কারেন্সি খুব সহজেই লেনদেন করা যায় বিদায় বিভিন্ন দেশ এখন বিটকয়েনের অনুমতি প্রদান করেছে।তাছাড়া এই কারেন্সি লেনদেনের ফলে প্রেরক এবং গ্রাহকের পরিচ্যের গোপনীয়তা বজায় থাকে। এই কারেন্সি বর্তমানে পন্য, সেবা ও অন্যান্য আর্থিক লেনদেনে ব্যবহৃত হচ্ছে । যার ফলে আস্তে আস্তে পুরো বিশ্বে জনপ্রিয়তা লাভ করেছে।এই কারেন্সি বিভিন্ন ভালো কাজের পাশাপাশি খারাপ কাজেও ব্যবহার হয়ে থাকে যেমন মাদক, চোরাচালান, কিডনাপিং সহ অনেক কাজ হিয়ে থাকে।তাই এখনো অনেক দেশ এর বৈধতা দান করে নি। তবে এই কারেন্সির বর্তমান ব্যবহার বলে দেই খুব তাড়াতাড়িই এর প্রসার ও জনপ্রিয়তা উভয়ই ঘটবে।
আমাদের দেশে যেহেতু বিটকয়েন অবৈধ তাই এর ব্যবহারে গোপনীয়তা বজায় রাখা এবং আশে-পাশের মানুষ জনদেরকে না জানানোই সর্বত্তোম বলে মনে করছি।
ধন্যবাদ সবাইকে। ভুল-ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।