Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
Bd officer
on 05/06/2023, 08:19:25 UTC
⭐ Merited by Nothingtodo (1)
আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সকলেই ভালো আছেন, আজকে আমি খুবই আনন্দিত কারণ অনেক কষ্টের পর আমি ফুল মেম্বার রেংক এর অনেকটাই কাছাকাছি পৌঁছে গিয়েছি। ফুল মেম্বার হতে আমার আর মাত্র ৩০ টি মেরিট প্রয়োজন। আশা করছি আমি এই পোষ্ট করার পর দ্রুতই আমি ফুল মেম্বারের পদমর্যাদা গ্রহণ করতে পারব। বাংলা বোর্ড থেকে নিজের রেঙ্ক বৃদ্ধি করা আমার জন্য অনেক গর্বের একটি বিষয়। আমাদের এই বাংলা সেকশনে সিনিয়র এবং জুনিয়র ভাই যারা আছেন বিশেষ করে,
@Bd officer
আপনারা যদি আমাকে অল্প একটু সাহায্য করেন তাহলে আমি আমার এই ফুল মেম্বারের র‍্যাঙ্ক খুব দ্রুতই অর্জন করতে পারব। আপনাদের সকলের প্রতি বিশ্বাস রেখেই আমি এই সাহায্য আপনাদের কাছে কামনা করছি আশা করছি আপনাদের সাহায্যের মাধ্যমে আমি ফুল মেম্বারের র‍্যাঙ্ক অর্জন করতে পারব।
এটা আমাদের গর্বের বিষয় যে আরো একজন সদস্য রেংকআপ করে ফুল মেম্বার হবেন। যাই হোক আপনাকে আরো কয়দিন ধৈর্য ধরতে হবে, আপনার ফুল মেম্বার একটিভিটি পূরণ করতে আরেকটি পিরিয়ড পার করতে হবেই। আপনার ১১০ অ্যাক্টিভিটি আছে ফুল মেম্বার হতে হলে ১২০ অ্যাক্টিভিটি প্রয়োজন। LDL ভাই আপনাকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। আপনাকে আমি একটা পরামর্শ দিই, যখন আপনার ১২৬ এক্টিভিটি হবে তখন আপনি এই টপিকে [v2][Self Moderated] In Merits, Count Down To Your Next Rank কাউন্টডাউন দিবেন, এখানে কাউন্টডাউন দিলে উচ্চ রেংকের মেম্বার এসে মেরিট পূরণ করে দিয়ে যান।
আপনার জন্য দুয়া করি অতিশিগ্রই ফুল মেম্বার হয়ে যাবেন।

ফুটবলের মাঠে বিটকয়েন

বিষয়টি একটু বুঝিয়ে বলি, কালকে সুইজারল্যান্ডের একটি ক্লাব পর্যায়ে ফাইনাল খেলায় বিটকয়েনের লোগো সংকলিত জার্সি পড়ে ফুটবল খেলোয়াড়রা  ফাইনাল ফুটবল খেলায় অংশগ্রহণ করে। বিষয়টি একটু অবাক করা লাগে কেননা এই সমস্ত ব্যাপার-স্যাপার বিটকয়েনের জনপ্রিয়তা বহু গুনে বাড়িয়ে দেয়।

#Bitcoin seen by millions at Swiss Cup football final 🇨🇭




টুইটারে দেখুন: https://twitter.com/BitcoinMagazine/status/1665357514731339776?t=QQ3HG5FOWF8BFFNPL8fAsQ&s=19
সত্যিই অবাক হয়ে গেলাম ফুটবল খেলায় জার্সিতে বিটকয়েনের লোগো লাগিয়ে খেলা হয়েছে। এই বিটকয়েনের লোগোটি হাজার হাজার দর্শক হয়তো দেখেছেন। হয়তো হাজার হাজার দর্শক এর মাঝে যারা বিটকয়েনের সাথে পরিচিত লাভ করে নি, তারাও হয়তো বিটকয়েন সম্পর্কে জানতে আগ্রহী হবেন। ধন্যবাদ জানাই আমি সুইজারল্যান্ড এর ফুটবল ক্লাবকে।