Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Nel Ghor
on 05/06/2023, 08:19:37 UTC
আসসালামুয়ালাইকুম
দেশের পায়রাবন্দর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানী শেষ তাই সারা বাংলাদেশ লোডশেডিং চলছে এমত অবস্থায় যেমন গরম তেমনই মানসিক পেরেশান। এরই মাঝে নতুন অর্থবছরের বাজেট মানুষকে করে তুলেছে আরো দ্বিধাহীন প্রায় সকল প্রকার জিনিসপত্রের দাম বৃদ্ধিসহ কর প্রদান করতে বাধ্য করা হয়েছে। এক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সি বৈধতা সম্পর্কে এখনো তেমন কোনো ডিজিটাল সুরক্ষা নেওয়া হয়নি অথচ বাংলাদেশকে একটি ডিজিটাল বাংলাদেশ দেখতে চায় মানুষ যেখানে ডিজিটাল নিরাপত্তার বিষয়টি এবারের অর্থবছরের বাজেটে তেমন কোনো সুযোগই পায়নি. জানিনা আমাদের ভবিষ্যৎ টা কোথায় গিয়ে ঠেকবে। তবে এটা জানি বাংলাদেশে একদিন ক্রিপ্টোকারেন্সির ব্যবহারে সফলতা পাবে। ঠিক এমন একটি বিষয়ে আমরা দেখতে পাই ফ্রিল্যান্সিং ব্যবহারকারীদের. যা বর্তমানে প্রতিযোগিতার দ্বারপ্রান্তে আছে। ঠিক তেমনি ভাবে ক্রিপ্টোকারেন্সি ব্যবহারকারীর প্রতিযোগিতা চলবে এই বাংলার মাটিতে। তবে এক্ষেত্রে আমাদের ডিজিটাল নিরাপত্তার বিষয়টির ব্যাপক উন্নতি সাধন করতে হবে।