Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Fuso.hp
on 05/06/2023, 09:20:05 UTC
ফুল মেম্বার হতে আমার আর মাত্র ৩০ টি মেরিট প্রয়োজন। আশা করছি আমি এই পোষ্ট করার পর দ্রুতই আমি ফুল মেম্বারের পদমর্যাদা গ্রহণ করতে পারব।
@Little Mouse,
@Shasan,
@BitcoinDream
@Malekbaba
@Review Master
@Crypto library
@tjtonmoy
@Rana590
@NicNacCoin
@LDL
@Learn bitcoin
@Bitcoin _People
@Popkon6
@BD Crypto
@Dimitri94
@Coin63$
@roksana.hee
@Suzume
@Bounty Inspectors
@Bd officer
@menstoined করে এভাবে এখানে মেরিট দিতে বলবেন না। এগুলা দৃষ্টিকটু দেখায়। গ্লোবাল থেকে দুই একজন উচ্চতার রেংক এর মেম্বাররা এখানে এসে এভাবে মেনশন করা দেখলে অনেক বেশি মাইন্ড করবে যা ইতোমধ্যেই @learn Bitcoin ভাইজান উল্লেখ করেছিলেন।
আপনার যদি একান্ত মেরিট প্রয়োজন হয় রেংক চেঞ্জ করার জন্য তাহলে ফোরামের দুজন বড় ভাই এখন তিনজন হয়েছে তাদের শরণাপন্ন হতে পারেন। কিন্তু পার্সোনাল মেসেজ এর মাধ্যমে হলে ভালো হয়। দয়া করে পরবর্তীতে কেউ এরূপ নিচু মানের কাজ করবেন না এতে আমাদের বাংলা লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডের দুর্নাম হবে সুনাম হবে না।
@Little Mouse
@Shasan
@Crypto Library
এই তিন ভাইকে আপনি পার্সোনাল মেসেজের মাধ্যমে বিস্তারিত জানাতে পারেন। এরা আপনাকে রেফার করে @Ratimov স্যারের কাছে আপনার প্রোফাইল পাঠিয়ে দিতে পারে। ফলে আপনার অনেক বেশি উপকার হওয়ার সম্ভাবনা থাকবে।
ধন্যবাদ পরবর্তীতে এরূপ ভুল আর করবেন না।
এরকম বিষয় নয় এর আগেও কয়েকজন সদস্য যারা ফুল মেম্বারের র‍্যাঙ্ক অর্জন করেছে তারা এভাবেই পোস্ট করেছিল এবং তারা সেম ভাবেই পোস্ট করে এই সেকশন থেকে ভালো সাহায্য পেয়েছিল। আমিও তাদের পথ অনুসরণ করার চেষ্টা করেছি। প্রথমে যারা এভাবে পোস্ট করে ফুল মেম্বারের রেংক অর্জনে সাহায্য পেয়েছিল তাদেরকে যদি এরকম নিষেধাজ্ঞা দেওয়া হতো তাহলে হয়তো আমরা এই পথ অনুসরণ করতাম না।

@learn Bitcoin এর এ বিষয়ে পোস্ট হয়তো আমি দেখিনি দেখলে তাহলে হয়তো পোস্ট করা থেকে বিরত থাকতাম। যাইহোক ধন্যবাদ আপনাকে।