Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Xal0lex
on 05/06/2023, 10:55:57 UTC
বর্তমানে আমরা যারা অনলাইনে কাজ করে আয় করছি তারা সবাই ইথেরিয়াম সম্পর্কে অবগত আছি। ইথেরিয়াম হল ওপেন সোর্স প্ল্যাটফর্ম। ইথেরিয়াম পাওয়ার জন্য সহজ উপায় হল কয়েকটি ইথেরিয়াম ক্র‍য় করা। অনেক ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ আছে যেখান থেকে আপনি ইথেরিয়াম কিনতে পারবেন,তবে আপনি কোনটি ব্যবহার করবেন তা নির্ভর করে আপনি কোথায় থাকেন,কীভাবে আপনি অর্থ প্রদান করবেন তার উপর। ডেভেলপাররা নতুন ডিপিএস তৈরিতে এই ইথেরিয়াম প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকে। পুরো বিশ্বে যে কেউ ইথেরিয়াম নেটওয়ার্কে সংযোগ করতে সক্ষম। ইথেরিয়াম ব্লকচেইনের দেশীয় মুদ্রা ইথার ডিজিটাল অর্থে ব্যবহৃত হয়,সরাসরি তাৎক্ষণিকভাবে বিশ্বের যেকোনো লোকের কাছে পাঠানো যায়। ইথেরিয়াম ব্লকচেইনে আপনি মাইনিং করে সঞ্চয় করতে চাইলে কয়েনবেজে একাউন্ট করে সেখানে রাখতে পারেন।

ভবিষ্যতে আমি আপনাকে পরামর্শ দিচ্ছি যে, ফোরামে পোস্ট লিখতে এআই ব্যবহার করা থেকে বিরত থাকুন।