joeperry, Utopia এর হয়ে আবারো (১৫ তম) বারের মতো ফ্রি রেফেল নিয়ে এসেছেন। ফ্রি রেফেলে জয়েন হতে
https://bitcointalk.org/index.php?topic=5455118 লিংকে ক্লিক করুন এবং নিয়মগুলো পড়ে ঝটপট জয়েন করে ফেলুন।
প্রথম পুরস্কারঃ ৬০$ বিটকয়েন
দ্বিতীয় পুরস্কারঃ ৪০$ বিটকয়েন
এবং তৃতীয় পুরস্কারঃ ২০$ বিটকয়েন।
যারা যারা utopia ফ্রী রাফেল জয়েন হবেন। কিন্তু জয়েন হওয়ার জন্য utopia chat lobby message করা লাগে এবং সেই মেসেজর লিঙ্ক কপি করা লাগে। এই লিঙ্ক কপি করার জন্য @shasan ভাইয়ের একটা পোস্ট আছে আপনারা যারা লিঙ্ক কপি করা বুঝতেছেন না। তারা ভাই এই পোস্টটি দেখতে পারেন।
https://bitcointalk.org/index.php?topic=631891.msg61956777#msg61956777] আশা করি পোস্ট দেখে সব বুঝতে পারবেন। ধন্যবাদ ভাই আপনার পোস্ট টি দেখে আমি লিঙ্ক কপি করেছি এবং ফ্রি রাফেল জয়েন হয়েছি।
আচ্ছা এইখানে জয়েন হতে হলে কি কি করা লাগবে এবং কিভাবে কি করতে হবে কত মেরিট লাগবে সমস্ত কিছু কেউ একটু বুজিয়ে দিবেন আমি আসলে জানিনা কিভাবে জয়েন করতে হয় কেউ যুদি সমস্ত কিছু জানেন তাহলে আমাকে একটু জানাবেন ।