Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
Bitcoin_people
on 06/06/2023, 05:12:52 UTC
⭐ Merited by Bd officer (1)
বাংলাতে লিখতে চাইলেও লিখতে পারিনা  কারণ  একটা সিগনেচার ক্যাম্পিইনে জয়েন হয়েছিলাম পরপর দুই সপ্তাহ বাংলাতে কিছু পোস্ট করার কারণে আমাকে দুইবার warning দেওয়া হয়েছে তার জন্য আমার মনটা অনেক খারাপ ছিল এবং দুই সপ্তাতেই পেমেন্ট বঞ্চিত করা হয়েছে। এবার সিদ্ধান্ত নিয়েছি আর ওই সিগনেচার ক্যাম্পেইনে কাজ করব না।
বিষয়টি একদম আমার কাছে বাংলা ভাষার মতো মনে হচ্ছে কেননা পাকিস্তানি হানাদার বাহিনী আমার মায়ের ভাষা কেড়ে নেয়ার জন্য যেভাবে অমানসিক অত্যাচার নির্যাতন চালাতো ঠিক সেই ভাবে দীর্ঘ দু সপ্তাহ কাজ করার পর শুধুমাত্র কিছু বাংলা পোস্টের কারণে আমাকে ওয়ার্নিং সহ ক্যাম্পেইন থেকে বের করার নোটিশ দেওয়া হয়েছে।
তাই আজ সিদ্ধান্ত নিয়েছি ওই সিগনেচারে কাজ করব না কিন্তু আমার মায়ের ভাষায় পোস্ট করা বাদ দেবো না এবং আমি সব সময় বাংলা  ভাষা নিয়েই থাকবো ইনশাল্লাহ |


ফোরামে এসেই প্রথম পোষ্ট টা করলেন কপি পেষ্ট করে। কি আশা করা যাবে আপনাদের কাছ থেকে? আমার তো মনে হয় না আমার রিপ্লাই ও আপনি পড়বেন। আপনাদের মতো ইউজারদের ওয়ারর্নিং না দিয়ে সোজা রিপোর্ট মেরে ব্যান করে দেয়া উচিৎ। যেহেতু আইডি খুরেই বাংলাদেশ থ্রেড খুজে পেয়ে গেছেন, আপনি একবারে নতুন বলে তো মনে হয় না। যাই হোক, পোষ্ট ডিলেট করে দিয়ে দেখেন বাচতে পারেন কি না। আর যদি ডিলেট করার আগেই ব্যান খেয়ে যান। তাহলে যেনে রাখবেন ফোরামে কোনো প্রকার কপি পেষ্ট করা এলাউ না। এখানে নিজের স্কিল দিয়ে যদি কিছু করতে পারেন তাহলে ভালো। আর যদি না পারেন, ব্যাগ গুছিয়ে রাস্তা মাপেন। এক প্রকার ক্লান্ত হয়ে গেছি এরকম কপি পেষ্ট আর গ্লোবালে লোকাল মেম্বারদের মেরিট ফিসিং দেখে। [\quote]কালকে একজন বাংলাদেশী পিজ্জা সাবমিট করছে। বাপের জীবনে কোনোদিন পিজ্জা দেখছে বলে মনে হয় না।
Quote
Grin ভাই যদি পিজা দেখতো তাহলে তো আর এইভাবে তৈরি করত না  Grin Grin। @UHX93 ভাই আপনি কি আসলেই পিজ্জা দেখেন নাই  Grin
আসলে ভাই আমাদের কিছু কিছু নতুন বাঙালি ভাইদের কপি পেস্ট দেখে মনে হচ্ছে তারা হয়তো কিছু বোঝেনা অবুঝ শিশু। সম্পূর্ণ পোস্ট পরলাম এবং দেখলাম এই পোস্টটি করেছিল আমাদের ফোরামের একজন সিনিয়র সদস্য NicNacCoin ভাই।
আর Borth234 গতকালকে একাউন্ট খুলে একটি পোস্ট করেছে তিনি হয়তো নিজেকে অনেক চালাক ভেবেছেন। কয়েক পেজ ভিতরে  গিয়ে পোস্ট একটা পড়ে কপি করে এসেই নিউ পোস্ট করে দিয়েছে। কিন্তু তিনি যে এত চালাক হয়তো সে ভাবছে ফোরামে মনে হয় অন্য কোন লোক নেই যে তার এই কপি পোস্টটি ধরতে পারবে না। কিন্তু সে বোধ হয় জানেনা যে অতি চালাকের গলায় দড়ি পরে। আসলে এরকম নতুন ইউজার ভালোভাবে রুলস না পড়ে অমান্য করে কপি পেস্ট করে তাও অন্যজনের পোস্ট। অবশ্য এরকম লোকেদের একাউন্ট ব্যান খাওয়া উচিত।