Post
Topic
Board Other languages/locations
Merits 2 from 2 users
Re: বাংলাদেশ (Bengali)
by
Gulttam2a2
on 06/06/2023, 05:41:11 UTC
⭐ Merited by synchronym (1) ,Fuso.hp (1)
আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন,সুস্থ আছেন। বাংলা লোকাল বোর্ড ফোরাম আগের থেকে অনেক আনএক্টিব হয়ে গিয়েছে। এই লোকাল বোর্ডে আগের মত সিনিয়র ভাইয়েরা এক্টিব থাকেন না। তারা আগে তাদের জুনিয়রদের অনেক সাহায্য করতেন,জুনিয়রা কিছু না বুঝলে তারা সুন্দর ভাবে তারা সেটি বুঝিয়ে দিতেন। কিন্তু আমরা তাদের অনুপস্থিতি এখন বুঝতে পারছি। তাদের এই বাংলা লোকাল বোর্ডে এক্টিব থাকা খুবই দরকার,তাদের খুবই প্রয়োজন,যাতে আমাদের মত যারা নতুন সদস্য আছি তারা সিনিয়র ভাইদের কাছে থেকে সাহায্য পেয়ে থাকি। বিশেষ করে @tjtonmoyভাই,@Little Mouseভাই,@shasanভাই,@LDLভাই,@Bitcoin_peopleভাই,@Popkon6ভাই,@NicNacCoinভাই,@Crypto libraryভাই  আরও অনেকে আছে তাদের এই লোকাল বোর্ডে খুব কম দেখা যায়। আশা করছি এই সিনিয়র মেম্বার ভাইয়েরা খুবই তাড়াতাড়ি বাংলা লোকাল বোর্ডে ফিরে আসবে এবং আমাদের মত নতুন সদস্যদের সাহায্য করবে।