USA এর SEC, Binance ও Binance এর CEO CZ কে ইউএস এর সিকুরিটি রুলস ব্রেক করার জন্য আইনি ব্যবস্থা নিবে বলে জানিয়ে।
ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল ও নিউজ করেছে।Binance তার গ্রাহকের আমানত নিয়ম বহিঃভূতভাবে ব্যবহার করেছে।

এই অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে ক্রিপ্টোমার্কেটে কেমন প্রভাব পরতে পারে?Binance এ থাকা সম্পদগুলো কি করা উচিৎ? অভিজ্ঞদের মতামত আশা করছি।