Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Nel Ghor
on 06/06/2023, 16:59:12 UTC
আমরা বিটকয়েন ফোরামে এবং বাংলাদেশ লোকাল থ্রেড  এ পোস্ট করে আমরা সফলতার দিক দিয়ে এগিয়ে যেতে চাই এবং বাংলাদেশ লোকাল থ্রেড এ যত গণ্যমান্য বড় ভাই রয়েছে তাদের সহায়তা আমরা ছোটরা এগিয়ে যেতে চাই এমনকি আমরা জানি এই লোকাল থ্রেড এ অনেক সিনিয়র ভাই রয়েছে এবং তারা আমাদের সহায়তার জন্য তারা অনেক চেষ্টা করে থাকেন

ধন্যবাদ সবাইকে!!

আপনি হইতো বাংলাদেশ লোকাল বোর্ডের নতুন সদস্য তাই হইতোবা জানেন না। এখানে সকল সিনিয়র মেম্বাররা,জুনিয়র মেম্বারদের সকল বিষয়ে সহযোগিতা করে থাকেন। হইতোবা কোনো কারণে তাদের রিপ্লে দিতে দেরি হয়। কিন্তু তারা কখনোই জুনিয়র মেম্বারদের অবহেলা করেনা।
তবে এটাও সত্য যে, অনেক সিনিয়র মেম্বার বাংলাদেশ লোকাল বোর্ডে এখন এক্টিভ কম থাকেন।
আসলে বাস্তবতাটা এমন নয়।
আপনি বাংলাদেশ লোকাল বোর্ডে সময়দেন আপনার মতামত বা সমস্যা গুলো শেয়ার করুন দেখবেন আপনার পাশে সবাই আছে।

ইনশাআল্লাহ...