অনেকে টেলিগ্রামে নক দিয়ে ম্যারিড চান। যে বা যারা মেসেজ দিয়ে মেরিট চান তারা ম্যারিড তো পাবেনই না বরং ব্লক হয়ে যাবেন বা ব্ল্যাকলিস্ট হয়ে যাবেন। একান্তই যদি আপনার মেরিটের দরকার হয় তাহলে আপনি সর্বোচ্চ বলতে পারেন ভাইয়া সময় পেলে আমার পোস্টগুলো একটু দেখবেন। আমি কোয়ালিটি ফুল পোস্ট করতে পারতেছি কিনা বা আমার কি ধরনের পোস্ট করা উচিত। আর কারো যদি রেংক আপডেটের জন্য মেরিট দরকার হয় তাহলেও হয়তো বা মেরিট চাওয়া যেতে পারে তবে তা কোনভাবেই জুনিয়র মেম্বার বা মেম্বার হওয়ার জন্য চাওয়া উচিত হবে না।
উদাহরণঃ
