Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Z_MBFM
on 08/06/2023, 02:41:31 UTC
https://talkimg.com/images/2023/06/08/wxTy8.jpeg

সবাই সাবধানে ক্রিপ্টোকারেন্সি লেনদেন করবেন। দেশের অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ এখন এবং ফরেন রিজার্ভও প্রায় খালি যার কারনে কয়লা আমদানিতে আটকে গিয়েছিলো বাংলাদেশ। এর জন্য পায়রা বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটই বন্ধ রয়েছে যার ইফেক্ট আমাদের উপর পরছে। কারেন্ট থাকে না দিন রাতের অধিকাংশ সময়ে। আর সরকার এখন রাজস্ব আদায়ে অনেক মরিয়া হয়ে উঠেছে। যাদের ETIN  আছে তাদের এখন করযোগ্য আয় না হলেও দিতে হবে ২০০০ টাকা আয়কর রিটার্ন।
এদিকে হুন্ডি ব্যবসায় দিকে কড়াভাবে নজর রাখা হচ্ছে এবং ক্রিপ্টোকারেন্সি ক্রয়/বিক্রয়ের উপরেউ রাখা হচ্ছে কড়া নজরদারি তাই যারা Binance P2P তে ডলার ক্রয়/বিক্রয় করেন তারা সাবধান হোন এবং এর সাথে অন্য কোথাও ক্রয়/বিক্রয় করাতেও সতর্কতা অবলম্বন করুন। তা না হলে যেকোনো সময় ঝামেলায় পরতে পারেন। বাংলাদেশ ব্যাংকের এই নোটিশ লিফলেটের মাধ্যমে প্রচার করা হচ্ছে এবং এর সাথে কাজ করছেন মোবাইল ব্যাংকিং কম্পানি NAGAD