আসসালামু আলাইকুম আমি এই গুরুপে নতুন আমাকে আপনারা সাহায্য করেন আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করবো এই গুরুপে অনেক বড়ো বড়ো ম্যানেজার আছে তারা অনেক কে সাহায্য করে থাকেন তাই বড়ো ভাই দের কাছ থেকে সাহায্য পাবো বলে আসা করছি
আপনি নতুন সেইটা বুঝতে পারলাম কিন্তু ভাই আপনি প্রথমেই যে পোস্ট করলেন সেখানেই কত ভুল হয়েছে সেইটা কি খেয়াল করেছেন । আমি জানি না যে আপনি শিক্ষিত কিনা তো যাইহোক কিছু মনে করিয়েন না । আমি সুধু আপনাকে বুজানোর জন্য বললাম ভাই আপনি আগে বাংলা ভালো করে শিখেন তার পর পোস্ট করেন । আর আপনি যে বললেন ম্যানেজার আসলে ম্যানেজার না ওইটা হবে বড় উজার । আর আপনি আগে কিছু বড় ভাইদের কাছে থেকে কিছু শিখেন তার পর পোস্ট করেন । আর আমার হইতো একটু ভুল হতে পারে কিছু মনে করবেন না ধন্যবাদ এবং শুভকামনা রইলো ।